স্টাফ রিপোর্টার ॥ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া শ্যালিকাকে বিয়ে করার অভিযোগে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পেশকার আব্দুল হামিদ (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে মাধবপুর উপজেলার আলাবক্স গ্রামের বাসিন্দা ও আজমিরীগঞ্জ জুডিসিয়াল কোর্টের কর্মরত পেশকার।
বুধবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন কোর্টে তার ২য় স্ত্রী রুখসানা (২০) কে নিয়ে আদালতে হাজির হলে বিচারক রুখসানার জামিন মঞ্জুর করে হামিদকে কারাগারে প্রেরণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল একই উপজেলার ভাণ্ডারুয়া গ্রামের নাসিমা খাতুন (২৫) এর সাথে পেশকার হামিদের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে আসা যাওয়ার সুবাদে নাসিমার চাচাতো বোন রুখসানা (২০) এর সাথে হামিদের সখ্যতা থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সম্প্রতি হামিদ ও রুখসানা পালিয়ে বিয়ে করে। এদিকে নাসিমা খাতুন বাদি হয়ে গত বছরের ৮ নভেম্বর তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলায় বলা হয়, রুখসানাকে বিয়ে করতে হামিদ তার অনুমতি নেয়নি। এছাড়া যৌতুকের জন্য নাসিমাকে প্রায়ই মারধর করতো হামিদ।
এদিকে সে কারাগারে যাওয়ার পর আদালত পাড়ায় আইনজীবি ও তাদের সহকারিদের মাঝে খুশি বিরাজ করছে। তারা জানান, হামিদ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টে থাকাকালীন সময়ে উ॥কোচ ছাড়া মামলা সংক্রান্ত কোন কাজই করতেন না। তার অবহেলার কারণে আসামীরা জামিন পেয়েও অতিরিক্ত এক দুইদিন কারাভোগ করতো। এ কারণে তারা চীফ জুডিসিয়ালে বিচারপ্রার্থী হলে তাকে আজমিরীগঞ্জ কোর্টে বদলী করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আবুল হাশেম মোলা মাসুম।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj