প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০১৬, ৯:২২ পি.এম
বিশ্বনাথে সওজ’র জায়গা দখল করে নির্মাণ হচ্ছে স্থায়ি বিল্ডিং
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সড়ক ও জনপদ বিভাগের (সওজ’র) জায়গা দখল করে স্থায়ি বিল্ডিং নির্মান করছেন এক প্রভাবশালী ব্যক্তি। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া ধলিপাড়া গ্রামের মৃত আব্দুল রহিমের পুত্র আছকির আলী (৪৮)। কয়েকদিন পূর্বে রামপাশা সেতুর পশ্চিমমুখে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় প্রথমে তিনি বাঁশ দিয়ে দোকানের একটি প্রেইম তৈরী করেন। এতে কোনো প্রতিক্রিয়া না আসায় বেশ কয়েকদিন ধরে রাজমিস্ত্রী দিয়ে প্রায় ৩০ফুর্ট লম্বা ও ২০ফুর্ট প্রস্তের দালানের তৈরী দোকান ঘরের কাজ শুরু করেছেন। কাজটি অনেকটা এগিয়ে গেলেও প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছেনা। তাই নির্ভয়ে বিল্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সড়কের পাশ দিয়ে হালচাষ করতে গরু নিয়ে জনসাধারণের যেমন দূর্ভোগ পোহাতে হবে তেমনি বাজেহাত হবে সরকারি জায়গা।
সজওজ’র জায়গা দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কথা স্বীকার করে আছকির আলী বলেন, সড়কের উভয় পাশে বিভিন্ন স্থানে অনেক ব্যক্তি দখল করে দোকান নির্মাণ করেছেন। পরবর্তিতে সরকার চাইলে আমি ওই দখল ছেড়ে চলে যাব।
শুধু তাই নয় রশিদপুরস্থ ঢাকা-সিলেট মহাসড়ক হইতে লামাকাজি পর্যন্ত বিশ্বনাথ উপজেলার অংশে সড়ক ও জনপদের প্রায় ১৭কিলোমিটার পাঁকা সড়ক রয়েছে। আর এই সড়কের উভয় পাশে ছিল সওজ’র বড় দুটি খাল। এ দুটি খাল দখলবাজদের খপ্পরে পড়ে প্রায় বিলিন হয়ে গেছে। ওই সড়কের পাশে উপজেলা সদরের বাসিয়া নদীর সাথে সংযুক্ত হয়ে রামপাশা পর্যন্ত বড় একটি কাল ছিল। সেই খালটি নকিয়াখালি পর্যন্ত প্রায় দখল হয়ে রয়েছে। মাঝে মধ্যে খালের অংশ দেখা গেলেও উপজেলা সদরের বাসিয়া নদী থেকে শুরু করে জানাইয়া এমপি সড়ক নামক স্থান পর্যন্ত খালের কোনো চিহৃই নেই। দখলবাজরা খালটি দখল করে নামমাত্র শুধু একটি ড্রেন রেখে নিজ নিজ স্থাপনার সামন ভরাট করে রেখেছেন।
এছাড়াও রশিদপুর থেকে শুরু করে বিশ্বনাথ পর্যন্ত সড়কের খাল দখল করে নিয়েছেন প্রভাশালী ব্যক্তিরা। যারফলে মাছের আবাসস্থল বিলিন হয়ে গেছে। পাশাপাশি পানির জন্য কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। বন্ধ হয়ে গেছে পানি নিস্কাসনের ব্যবস্থা। এখন নতুন করে আছকির আলী রামপাশা সেতুর মুখে সওজ’র জায়গা দখল করে ওই বিল্ডি নির্মাণ করার জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দখল হওয়া খান উদ্ধার না হলে ভভিষ্যতে চরম ক্ষতির সম্মুখিন হতে হবেন উপজেলার কৃষকসহ সাধারন মানুষ। এমনটাই মনে করছেন সচেতন মহলের লোকজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj