নিজস্ব প্রতিবেদক : এখন থেকে আসামিরা কারাগারে মোবাইল ব্যবহার করতে পারবেন। মোবাইল ব্যবহার করে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট হারে আসামিদের বিল পরিশোধ করতে হবে।
শনিবার দুপুরে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, একজন আসামি যখন জেলখানায় প্রথম প্রবেশ করবেন, ওই সময় গেটে দুটি মোবাইল নম্বর প্রদান করতে হবে আসামিকে। আসামিদের পরিবারের সদস্যরা বাইরে থেকে কল দিতে পারবেন না। তবে এসএমএস(খুদে বার্তা) দিয়ে নির্দিষ্ট সময়ে কথা বলতে পারবেন আসামির সঙ্গে। এ ক্ষেত্রে কল রেকর্ডের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে কল রেকর্ডিং চেক করা হবে। এ জন্য টেলিটক কোম্পানির সঙ্গে চুক্তিও করা হয়েছে।
তিনি বলেন, অনেক সময় আসামিরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এ জন্য মোবাইলে কথা বলার ব্যবস্থা করা হয়েছে। ফলে আসামিদের মানসিক অবস্থাও ভালো থাকবে। এ ছাড়া আসামিদের মানসিকভাবে ঠিক রাখতে ২০ জন মনোবিজ্ঞানীকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, বন্দীদের নিরাপত্তার জন্য নতুন করে ৩ হাজার ১০৭টি পদের সৃষ্টি করা হয়েছে। শিগগিরই ওইসব পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া দেশের ৬৮টি কারাগারে বন্দী ধারণ সংখ্যা ৩৪ হাজার ৭৯৬ জন। যার বিপরীতে বর্তমানে বন্দী আছে ৭১ হাজার ১০৫ জন। এজন্য নতুন নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj