ডেস্ক : হজরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব বংশ বিস্তার করে সত্যদ্বীনসহ নবি-রাসুল পাঠানোর আভাস দিয়েছেন। যারা এ সত্যদ্বীন ও নবি-রাসুলদের অনুসরণ ও অনুকরণ করবে তাদের জন্য কোনো ভয় বা শংকা থাকবে না। আল্লাহ তাআলা তাদের নাজাতের ঘোষণা দিয়েছেন। আর যারা এসব থেকে দূরে থাকবে তাদের পরিণতি কেমন হবে, তার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন-
আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী; অন্তকাল সেখানে থাকবে। (সুরা বাক্বারা : আয়াত ৩৯)
পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে অবস্থান করার নির্দেশ দেন। এবং এ সুসংবাদও দেন যে তাঁদের নিকট আল্লাহ তাআলার তরফ থেকে হিদায়াত আসবে। যা দিয়ে তারা জীবন পরিচালনা করবে। যারা এ নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে তাদের জন্য আবার জান্নাতের সুসংবাদ।
অত্র আয়াতে হজরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে, তোমাদের সন্তান-সন্তুতিরা যদি দুনিয়াতে আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ হয়, আল্লাহর বিধি-বিধান অমান্য করে এবং আল্লাহর তরফ থেকে আগত হিদায়াতকে মেনে নিতে অস্বীকৃতি জানায় তবে তাদের পরিণাম হবে অত্যন্ত শোচনীয়। তারা চিরদিন জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে।
সুতরাং আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর বিধান কুরআন মাজিদের বিধি-বিধানকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা মোতাবেক মেনে চলা ঈমানের একমাত্র দাবি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের বিধি-নিষেধ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj