মোঃ রহমত আলী ॥ দুই শতাধিক বছরের পুরানো ধারায় প্রতি বছর পৌষ সংক্রান্তিতে বসে হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী জনপদ পইল গ্রামে মাছের মেলা। এবারও শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে মাছের মেলা অনুষ্টিত হয়েছে। মেলায় বৃহত আকৃতির ৪০ কে,জি ওজনের একটি বাগাইড় মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি ভৈরব থেকে কিনে এনেছেন পৈলগ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নূর মিয়া। মাছের মেলা এ উপজেলার একটি ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান,সকল ধর্মের মানুষ ভেদাবেদ ভুলে এক সাথে মেলার আনন্দ উপভোগ করেণ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে মেলার কার্যক্রম যথারিতি শুরু হয়। আকর্ষণীয় মেলা ক্রমান্বয়ে গুটিয়ে শুক্রবার রাত পেরিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত চলবে মেলার বেচাকেনা। এবার মেলায় অংশ নিচ্ছে হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও বি-বাড়ীয়া থেকে নানা বয়সী মাছপ্রেমী লোকজন। আর উপভোগ করছেন প্রায় দুই লক্ষাধিক নারী-পুরুষ। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের আনন্দটা একটু বেশি। প্রতিবছরের ন্যায় এবারও এই পৌষমেলা শুরু হলে বাজারে ভরে ওঠে নানা প্রজাতির মাছ, এর মধ্যে বৃহত আকৃতির বাগাইর, বোয়াল, রুই, কারপু, চিতল, আইড় ও কালিবাউশসহ অন্তত ২৫ প্রজাতির মাছ মেলায় স্থান পেয়েছে। মাছ দেখতেই শুধু আনন্দ নয় বরং মাছ কেনার প্রতিযোগীতার আনন্দটাই যেন আলাদা। আর তা উপভোগ করেন মেলায় আসা হাজার হাজার নারী-পুরুষ। মাছের মেলা হলেও শিশুদের বিনোদনের জন্য যেমন ছিল নানা রকম খেলনা তেমনি ছিল শীতের পিঠাসহ নানাপ্রকার খাবারের সমারোহ। সংশ্লিষ্ট এলাকার মানুষ তাদেও পূর্বপুরুষের ঐতিহ্যধারাটি রক্ষায় প্রতিবছর এই মেলার আয়োজন করে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj