আজিজুল হক নাসির : পেশাদার কোন গোর খোদক নন তিনি। আশেপাশে কোথাও মুসলমানের মৃত্যুর খবর পেলেই কোদাল কাঁধে ছুটে গিয়ে ১হাজারেরও বেশি কবর খুঁড়েছেন বীর মুক্তিযোদ্ধা নমির খান।
বাল্যকাল থেকেই কবর খুঁড়ার অভ্যাস গড়ে উঠা এ বীরের জন্ম ১৯৪২ সালের ৪ই মার্চ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গেরারুক গ্রামে। তার বাবার নাম মৃত মনজব খান। ১৯৭১ সালের ২৭শে মার্চ দেশকে শত্রু মুক্ত করতে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে যোগদেন বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার অস্থায়ী ক্যাম্পে।
সেখান থেকে তেলিয়াপাড়া হয়ে ভারতের বেলচড়া ও টেংড়াবাড়ীতে ট্রেনিংগ্রহন করে সিলেটের জালালপুর হেড কোয়ার্টারে যোগ দেন। সেখানে যোদ্ধকালীন অবস্থায় নষ্ট করেন রেলষ্টেশনের আলী আমজাদ ঘড়িটি তারপর আবার খোয়াই ফিরে আসেন।পাক বাহিনীদের বিরুদ্ধে যোদ্ধ করেন নবীগঞ্জ, পারকুল, মিনাশী নামক স্থানে তার নং ছিল ২৬৫৬৪-৯৬৮৩-২৮৬ তার সেক্টর কমান্ডার ছিলেন চিত্ত রঞ্জন শিয়া দত্ত, কেপ্টেন চান মিয়া ও কমান্ডার ছাদী মিয়া।
দেশ সাধীন হওয়ার পরে সিলেট অস্ত্র জমা দিয়ে আবারও তিনি কবর খুঁড়তে শুরু করেন এ পর্যন্ত তার খুঁড়া কবরের সংখ্যা ১হাজর৮টি।
তারই অক্লান্ত প্রচেষ্টায় পাকা হয়েছে বীর বিক্রম শহীদ আব্দুল খালেকের কবরটি এবং তাঁর নামে একটি রাস্তাও করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj