বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি ৭নং ভাদেশ্বর ইউনিয়নকে দ্বিধা-বিভক্ত করার প্রতিবাদে আন্দোলনমুখী হয়ে উঠছেন স্থানীয় অধিবাসীরা।
খনিজ সম্পদে ভরপুর এ ইউনিয়নের অধিবাসীরা দ্বিধা-বিভক্তির প্রতিবাদে আইনী প্রক্রিয়ার পাশাপাশি আন্দোলনের দিকেও এগিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রশিদপুর বাজারে ভাদেশ্বর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
প্রবীন মুরুব্বি মোঃ আব্দুল বছিরের সভাপতিত্বে এবং পরিষদের আহ্বায়ক ফখরুদ্দিন শামীমের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, বাগান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা প্রভাষক আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক দিদার আলী, আলাউর রহমান চৌধুরী সাহেদ, ইউপি সদস্য হাবিব উল্লা, হামিদুর রহমান হামদু, যুব নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা হারুন মিয়া প্রমুখ।
বক্তারা ভাদেশ্বর ইউনিয়নের অখন্ডতা রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান এবং প্রশাসনকে ইউনিয়নবাসীর ন্যায্য অধিকারের বিরুদ্ধে অবস্থান না নেয়ার জন্য হুশিয়ার উচ্ছারণ করেন।
উল্লেখ্য, জনৈক কামরুজ্জামান বশির কর্তৃক পাহাড়িয়া ও সমতল এলাকা নিয়ে পৃথক ইউনিয়ন গঠনে ৩০/০৫/২০১১ ইং তারিখের আবেদনের প্রেক্ষিতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও সিমানা নির্ধারণ কর্মকর্তা সুমনা আল মজিদ সম্প্রতি ইউনিয়নের বিশিষ্টজনদের প্রতি একটি খসরা তালিকা সম্বলিত নোটিশ প্রদান করেন। এরপর ইউনিয়নবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং প্রতিটি গ্রামের লোকজন গণসাক্ষর সম্বলিত দ্বিধা-বিভক্তির প্রতিবাদ জানিয়ে পাল্টা আবেদন করেন। এব্যাপারে গত বুধবার সহকারী কমিশনার কার্যালয়ে এ বিষয়ে এক শুনানী অনুষ্টিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj