শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারে অগ্নিকা-ের ঘটনায় পোষ্ট অফিসসহ ১৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
রোববার সকাল ১০টার দিকে সুতাং বাজারে এঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ ও মাধবপুর থেকে দমকল বাহিনীর দুইটি ইউনিট ঘন্টাখানের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু বক্কর সিদ্দিক জানান, সকাল ১০টার দিকে বাজারের বাবলু মিয়ার রাইছ মিলে বিদ্যুতের শটসার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর দিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুন বেড়ে পার্শ্ববর্তী ১৫টি দোকান পড়ে ছাই হয়ে যায়।
এংরাজ মেম্বার জানান, এঘনায় বাজারের গোলাম সারওয়ার পলাশের সুতাং টের্ডাস, বিসিআইসি ও বিএডিসি সারের ডিলার মেসার্স নজরুল ইসলাম সানুর গুদাম, জিলু মিয়ার লেপের দোকান, বাবলু মিয়ার রাইছ মিল, মনু মিয়ার পানের দোকান, বাবুল মিয়ার ফার্নিসারের দোকান, জসিম মিয়ার কম্পিউটারের দোকান, আহাদ মিয়ার কাপড় ও মোবাইল মিয়ার দোকান, মলাই মিয়ার হোটেল, আরজু ডাক্তারের ফামের্র্সী, বাবলু মিয়ার মোল্লা টের্ডাস, মছকুদ মিয়ার ভুষি মালের দোকান,। এছাড়াও একটি হোমিও ফার্মেসী, তাহির আলীর ওয়ার্কসপ, পোষ্ট অফিস, কিরোধ শীলের সেলুন, কালু মিয়ার রিস্কা গ্যারেজ।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকা-ের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj