মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মেট্রিকটন বোরো ধান চাষ হচ্ছে।যা বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ আয় করছে সরকার। তাই তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বোরো চাষিড়া। শ্রমিক সংকটের কারনে চাষাবাদ নিয়ে অনেকটা বিপাকে থাকলেও চা-বাগানের আদিবাসী নারী-পুরুষ শ্রমিকরা এলাকায় ছুটে এসে জমি চাষাবাদের কাজ করছে। ক্ষেত খামারে এখন সনাতন পদ্ধতির গরু লাঙ্গল জোয়াল দিয়ে চাষ পদ্ধতি নেই বল্লেই চলে।
আধুনিক পদ্ধতি কলের লাঙ্গল (ট্রাক্টর) দিয়ে চলছে জমি চাষাবাদের কার্যক্রম। ভোর থেকে সন্ধা পর্যন্ত ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা হচ্ছে। আদিবাসী শ্রমিকরা দাগ কাটা নির্দিষ্ট বাঁশ দিয়ে জমিতে ধান রোপন করে থাকে, যার ফলে আগাছা দমনকারী উইডার দিয়ে সহজেই আগাছা দমন করতে পারে। এ পদ্ধতি মাধবপুরে খুবই জনপ্রিয় হয়ে ওঠেছে। উপজেলার সুরমা, তেলিয়াপাড়া, জগদীশপুর,নয়াপাড়া ৫টি চা-বাগানের শতশত শ্রমিক ভাটি এলাকার বোরো ধান জমিতে কাজ করলেও তাদের বেতন বৈষম্য উল্লেখ করার মত। পুরুষ শ্রমিকদের দেওয়া হয় ২৫০/৩০০ টাকা কিন্তুু নারী শ্রমিকদের ১শ থেকে দেড়শ টাকা।
চা-বাগান এলাকায় শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় তাদের এ মজুরিতেই সন্তোষ্ট থাকতে হয়। উপজেলার কৃষি অফিস সুত্রে জানা গেছে উপজেলার ১১টি ইউনিয়নের ১০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীর জাত ৭ হাজার হেক্টর এবং ৩ হাজার হেক্টর জমিতে হাইব্রীড জাতীয় ধানের আবাদ হচ্ছে। সার, বীজ ও জ্বালানী তেল এবং বিদ্যুতের লোডশেডিং না থাকায় কৃষকরা আপাদত শংকা মুক্ত।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, চলতি বোরো মৌসুমে যা লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে। ভাল ফলনের জন্য কৃষি কর্মতার সকল পরামর্শ গ্রহণ করতে কৃষকদের প্রতি আহ্বান করেছেন এ কর্মকর্তা ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj