প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০১৫, ১২:০৮ পি.এম
ভালবাসার মানুষ কে কাছে পেতে স্বামীকে হত্যা ॥ স্ত্রী গ্রেফতার
মাধবপুর থেকে : মাধবপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকিয়া প্রেমিকের বিরুদ্ধে ৬ মাস পর থানায় হত্যা মামলা রুজু হয়েছে। স্বামী আনার মিয়া কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ময়না তদন্ত রিপোর্ট এসেছে। গতকাল শনিবার ভোর রাতে মাধবপুর থানা পুলিশ উপজেলার বুল্লা ইউনিয়নের মাল্লা গ্রাম থেকে ৩ সন্তানের জননী ঘাতক স্বপ্না বেগমকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে ঘাতক স্বপ্না কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাফফর আহমেদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের মাল্লা গ্রামের ডুবাই প্রবাসী আনার মিয়া স্ত্রীর ৩ সন্তানের জননী স্বপ্না বেগমের সঙ্গে প্রতিবেশি বাহার মিয়ার পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রবাস ফেরত স্বামী আনার মিয়াকে গত বছরের ৯ জুলাই রাতে শ্বাসরোথ করে স্বপ্না তার প্রেমিক বাহার মিয়া সহ কয়েকজন পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ পুকুরের পানিতে ফেলে দেয়। এরপর প্রচার করা হয় আনার মিয়া পানিতে ডুবে মারা গেছে। পুলিশ আনার মিয়ার লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। অপরদিকে নিহতের ভাই ধনু মিয়া বাদি হয়ে স্বপ্না বেগম ও তার পরকিয়া প্রেমিক বাহার মিয়া কে আসামী করে আদালতে একটি অভিযোগ দায়ের করে। ময়না তদন্ত রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। গত শুক্রবার ২ জানুয়ারী রাতে থানা পুলিশ অভিযোগটি হত্যা মামলা হিসাবে রেকর্ড করে। এদিকে ঘাতক স্বপ্নার প্রেমিক বাহার মিয়া একটি মামলায় ব্রাক্ষণবাড়িয়া কারাগারে রয়োছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj