স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে জ্বীন মোলা নাসিরুদ্দীনের আবির্ভাব খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে সর্বত্র তোলপাড় হয়। এমনকি তার আরো অজানা কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে।
এ দিকে সংবাদটি বন্ধ করার জন্য বিভিন্নস্থানে দৌড়ঝাপ শুরু করে এবং সাংবাদিকদের বর্শীভূত করার চেষ্ঠা চালায়। গতকাল রবিবার ইমামবাড়ি বাজারে জ্বীন মোলা ওরফে নাসিরুদ্দীন নামে ভুয়া কবিরাজের আবির্ভাব, খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এ সংবাদ প্রকাশের পর তার আরো অজানা কাহিনী জানা যায়। সে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। তার পিতা কুতুব উদ্দিন শ্রীমতপুর গ্রামের একজন কৃষক। নাসিরুদ্দীন ইমামবাড়ি বাজারে ডাক্তার পরিমলের চেম্বারে সিরিয়ালম্যানের কাজ করতো। ২ বছর আগে ওই ডাক্তারের ক্যাশ থেকে ২০ হাজার টাকা চুরির অপরাধে সালিশ বৈঠক হয়।
ইমামবাড়ি বাজার কমিটির সভাপতি আজিজ আহমেদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বিচারে সে টাকা নেয়ার কথা স্বীকার করে। পরে ১০ হাজার টাকা ফেরত দিয়ে ক্ষমা চাইলে তাকে চাকুরীচ্যুত করা হয়। এরপর থেকে সে বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। এ কারণে পুলিশের নজরদারি থাকে তার উপর। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র ২৮বছর বয়সে এ কবিরাজি ধান্ধায় নামে। এবং কবিরাজ শাহ নাসিরুদ্দীন ওরফে জ্বীন মোলা নাম ধারণ করে প্রতারণা শুরু করে। তার একটি দালালচক্র রয়েছে। তারা বিভিন্নস্থান থেকে সহজ সরল মানুষদের পটিয়ে তার কাছে নিয়ে আসে। এদিকে বাজার কমিটির লোকজন তার অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠলে গতকাল বিকালে সে আস্তানা বন্ধ করে সটকে পড়ে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj