হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর সুলতান মামদপুর এলাকায় ৩ দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে আজ শনিবার।
আজ সকাল ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে।
শুক্রবার (১ জানুয়ারী) ইজতেমার দ্বিতীয় দিনে ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করা হয়েছে। নামাজে লাখো মুসল্লির সমাগম ঘটে। এতে ভারত পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিগণ অংশ নেন। জেলার ইতিহাসে এটিকেই সর্ববৃহৎ জুম্মার জামাত বলছেন সবাই। জুম্মার জামাতে ইমামতি করেন তাবলিগ জামাতের বিশ্ব আহলে সূরা, কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবাইর আহমদ। নামাজ শেষে ইজতেমার বয়ানে শরীক হন মুসল্লীরা।
ইজতেমায় মাওলানা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী, মাওলানা ওমর ফারুক, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ বয়ান করেন। মুসল্লীদের নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষণিক আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন।
সুলতান মামদপুর এলাকায় হবিগঞ্জ-লাখাই সড়কের দু’পাশে ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ৪টি গেইট করা হয়েছে। মুসল্লিদের অজুর ব্যবস্থা এবং শৌঁচাগারে জন্য অসংখ্য টয়লেট নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের পানি খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের ক্যাম্প করা হয়েছে। পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছে। আজ শনিবার পর্যন্ত চলবে ইজতেমা।
ইজতেমায় আগত মুসল্লিরা পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির আসকার করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে উলামায়ে কেরামগণ এসে ইজতেমার মঞ্চে বক্তৃতা করছেন।
জুম্মার নামাজে স্থানীয় এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
নামাজ শেষে ইজতেমার বয়ানে শরীক হন মুসল্লীরা। ইজতেমা আয়োজক কমিটির সাথে সংশ্লিষ্ট মাওলানা মুফতি জাবের আল হুদা জানান, জেলায় এই জুম্মার জামাত সর্ববৃহৎ। এর আগে এ বড় জামাত জেলার কোথাও হয়নি।
আয়োজকগণ জানান, টঙ্গির তুরাগ তীরের বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবার দেশের ৩২টি জেলায় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj