আবু হেনা , আজমিরীগঞ্জ থেকে : আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে পাঠুলী পাড়া সেচ প্রজেক্ট নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় নারী পুরুষসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
সিলেট এসএজি উসসানী ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৬৫) মারা যায়। স্থানীয় সুত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাঠুলী পাড়া গ্রামের কৃষি জমির সেচ প্রকল্প নিয়ে পাঠুলী পাড়া গ্রামের সাবেক মেম্বার রহমত উল্লা (৫৫) ও মহিবুর রহমানের পুত্র মমিন মিয়া (৪০) এর মধ্যে দির্ঘ্যদিন যাবৎ ধরে বিরোধ চলছিল।
৩০-১২-২০১৫ বৃহস্পতিবার সকাল ৮ টায় রহমত উল্লার লোকজন সেচ প্রজেক্টে ঘর নির্মান কালে মমিনের লোকজন বাঁধা প্রদান করেন। এতে উভয় গ্রুপের লোকজনেরর মধ্যে বাকবিতন্ডা শুরু হয় এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
প্রায় দুঘন্টা ব্যাপি সংঘর্ষে আবুল সায়েদা বিবি (৬০), রিনা বেগম (২৫), বেনু মিয়া (৩৫), জাসমিনা (৩০), মাসুক (৩৫), তকছির (২০), মুকিত (৩২), অন্তর (১৫), মরম আলী (৫৫), জিবন (১৫), জহিরুল (৩৫) কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন (৬৫), আলমঙ্গীর (৩০), মোবারক (৪৫), বকুল বিবি (৫০), আব্দুল মালেক (২৮), মমিন (৩৫), জুনু (৩৫), লুকমান (৩৬), শাহনুর (৪০) কে সিলেট এমএজি উসমানী ম্যাডিকেল কলেজ ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এছাড়া সিলেট এমএজি উসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন বিকাল ৩ টায় মারা যায়। এব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুজ্জান পিপিএম সত্যতা স্বিকার করেন
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj