মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে পৌরসভা নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত নির্বাচনী এলাকার কোনো প্রার্থী কাস্টিং ভোটের ৮ভাগের ১ভাগ ভোট না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়। বিষয়টি জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে। হবিগঞ্জ পৌরসভায় ৫জন প্রার্থীর মধ্যে ২জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল কাদির। তিরি মোট ভোট পেয়েছেন ১১৩ ভোট। ইসলামী আনেন্দালন সমর্থীত প্রার্থী আব্দুল কাইয়ূম, তিনি মোট ১৭৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৩ প্রার্থী তাদের জামান বাজেয়াপ্ত হয়েছে। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সমর্থিত প্রার্থী খালেদা আক্তার,তিনি মাত্র ৪৪ ভোট পেয়েছেন। সতন্ত্র প্রার্থী মোঃ রকিব আহমদ তিনি ভোট পেয়েছেন ৮৮টি এবং প্রভাষক মোঃ জালাল উদ্দিন রুমি তিনি মোট ভোট পেয়েছেন ৪৩৮টি। ফলে তাদেও জামানত ফেরত পাওয়ার সুযোগ রইল না।
নবীগঞ্জ পৌরসভায় ২জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার হল সতন্ত্র প্রার্থী ইংল্যান্ড প্রবাসী জোবায়ের আহমদ চৌধুরী তিনি মাত্র ভোট পেয়েছেন ৩৫টি। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোঃ মাহমুদ চৌধুরী তিনি মোট ৮৯ ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj