স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএনপি নেতা এডভোকেট শামছু মিয়া চৌধুরীসহ হেলালকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর তাদের জামিন শুনানীর কথা রয়েছে। অন্যদিকে পুলিশ গতকাল মঙ্গলবার দিনভর মামলার অন্য আসামীদের ধরতে অভিযান চালিয়েছে।
তবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বিএনপির মেয়র প্রার্থী জি কে গউছের মালিকানাধীন আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কুহিনুরকে ধরতেও পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। গত সোমবার মধ্যরাতে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ শহরের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আইনজীবি ফোরামের সভাপতি ও পৌরসভা নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামছু মিয়া চৌধুরী ও এডভোকেট সালাউদ্দিন হেলালকে তাদের বাসা থেকে আটক করে।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর রিকশা ও মাইক পোড়ানো মামলায় হেলালকে ও শামছু মিয়া চৌধুরীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়। তাদের পক্ষে আদালতে জামিন আবেদন করা হলে আদালত আগামী বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য্য করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর জানান, তিনি কোন মামলার আসামী নন, তারপরও তাকে পুলিশ খুজঁছে। পত্রিকা অফিসসহ বাসায় অভিযান চালানো হয়েছে।
ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে তাদের রিমাণ্ড চাওয়া হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj