ডেস্ক : প্রবাস জীবনটা দুঃখ কষ্টের যেমন তেমনি সুখের।আর প্রবাস জীবনটা কে সুখের করতে হলে সব সময় মনে রাখবেন আমি আপনি কার জন্য দুঃখ কষ্ট করছি নিজের বাবা মা প্রিয়জনদের জন্য।
এই কথা মনে রাখলে কখনে আপনের কাছে দুঃখগুলো আসতে পারবে না। আর যখনি সময় পাবেন বাহিরে ঘুরতে যাবে।দেখবেন এক দিনের জন্য হলেও সুখে থাকবেন.আর একা একা থাকবে না সাথে বন্দু থাকলে তার সাথে গল্প করুন।একা একা থাকলে নিজেকে আরো নিঃসঙ্গ লাগে।মনের ভিতরে ঘুরতে থাকে না পাওয়া গুলো.একটা কথা মনে রাখবেন””জীবনে পাওয়ার হিসাব করলে না পাওয়ার কষ্ট থাকে না”আর কাজের জায়গা সবাইকে বন্দু মনে করবেন হোক সে বড় ভাই বা কাকা চাচা,কারণ প্রবাসে সবচেয়ে বেশি তারাই নিজেকে অসহায় মনে করে ভালো বন্দুর অভাবে।
আর মনে ভিতরে কখনো দুঃখ গুলোকে পুষে রাখবে না কারণ সেই দুঃখ গুলোকে নিজেকে আরো অসহায় করে তুলবে.সাথে ভলো বন্দু থাকলে তার সাথে শেয়ার করুন হয়ত তার একটি সান্তনার বাণী আপনের আগামী দিনকে চলতে সহযোগিতা করবে.আর আমার আপনের বা যে কোনো মানুষের জীবনে কখনো অভাব চাহিদা শেষ হবে না কারণ এক তা শেষ হবে আরো ১০ টা এসে হাজির হবে.তাই প্রবাসী ভাইদের বলব অভাব আর চাহিদা নিয়ে কখনো চিন্তা করবে না.আপনে যা বেতন পাবেন তাই বাড়িতে দিবেন.আমরা অনেক প্রবাসী ভাই আছি যা বেতন পাই তাই বাড়িতে পাঠিয়ে দেই আর সারা মাস কষ্ট করে বা ঋণ করে চলি।
প্রবাস জীবনে দুঃখের আরেকটি কারণ হলে ঋণ করা.ঋণের তাড়নায় কখনো ভয়ে বা আতঙ্কিত থাকি ও নিজেকে সবার থেকে আড়াল করে রাখি.আমি আপনি কখনো পারব না আমাদের নিজের সকল চাহিদা মেটাতে.তাই আমাদের সকল প্রবাসী ভাইদের উচিত প্রবাস জীবনটাকে সুখের রাখতে.আর লেখার শেষে এ কথাটা বলে শেষ করি “””জীবনটা যার যার কিভাবে আপনের জীবনটাকে সুখে রাখবেন সেই প্রচেষ্টা আপনাকে করতে হবে””যদি আপনি সুখে থাকেন তাহলে আপনের পাশের মানুষ গুলোকে ও সুখে রাখতে পারবেন আর জগতের মানুষগুলো দুঃখের চেয়ে সুখের কাঙ্গাল ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj