নিজস্ব প্রতিবেদক : দেশে ২০১১ সাল থেকে ১ জানুয়ারিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করা হয়। এরই ধারবাহিকতায় ২০১৬ সালের ১ জানুয়ারিও বই উৎসব পালন করা হবে। সিলেট বিভাগেও দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক (এনসিটিবি) থেকে সরবরাহকৃত বই সিলেটে এসে পৌঁছেছে।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের শিক্ষাবর্ষের জন্য সিলেট বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ২ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৮০০টি নতুন বই বিতরণ করা হবে।
এর মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত নতুন বইয়ের সংখ্যা ৮৮ লাখ ৭৩ হাজার ৮০০টি। অন্যদিকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ১ কোটি ৩৯ লাখ নতুন বই।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সিলেট জেলায় ২৯ লাখ ২১ হাজার ১৬৭টি, সুনামগঞ্জে ২৩ লাখ ৬ হাজার ৯১৮টি, হবিগঞ্জে ২০ লাখ ৪৬ হাজার ৪৫৮টি এবং মৌলভীবাজারে ১৫ লাখ ৯৯ হাজার ২৩০টি নতুন বই বিতরণ করা হবে।
এদিকে মাধ্যমিক পর্যায়ের সব বই এসে পৌঁছেছে এবং প্রাথমিক পর্যায়ের সব বই আজকালের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছাবে বলে জানা গেছে।
এছাড়া ১ জানুয়ারি শুক্রবার থাকায় ওইদিন সীমিত পরিসরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে। পরদিন সব শিক্ষার্থীর মধ্যে নতুন বই সরবরাহ করা হবে বলে জানিয়েছে সূত্র।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাহাঙ্গীর আহমদ জানান, ১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হবে। বর্তমানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই সরবরাহ করা হচ্ছে।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক তাহমিনা খানম জানান, বই উৎসবের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj