বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নবাসীর ব্যানারে স্থানীয় রামপাশাবাজারে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন,অভিলম্ভে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যতায় রামপাশা ইউনিয়নবাসী আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। তারা বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভায় চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে বিশ্বনাথকে কংলকিত করা হয়েছে। অভিলম্ভে চেয়ারম্যানের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করার জোরদাবি জানান বক্তারা।
এলাকার বিশিষ্ট মুরব্বী ডাক্তার সারোয়ার হোসেইন চেরাগ এর সভাপতিত্বে ও মাহতাবউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা হেকিমউদ্দিন মাস্টার, আরব খান, আবদুল কুদ্দুছ, রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা শিহাবউদ্দিন, সংগঠক আলতাব আলী, রুহেল আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে মাওলানা জয়নাল আবেদিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক ওলিউর রহমান, গণি শাহ, এলখাছুর রহমান, আলাউদ্দিন, শামিমুর রহমান রাসেল, নূর মিয়া, সুন্দর আলী, শামিম আহমদ, সাহেদ মিয়া, আবদুল্লাহ, লাল মিয়া, নেফুর আলী, আদুর রহিম সিকদার, ইলিয়াস মিয়া, সমুজ আলী, নুরুল ইসলাম, রশিদ আহমদ, আশিক আলী, আসাবউদ্দিন, সেবুল আহমদ, শেখ আমির আলী, ময়নুল ইসলাম, সালেহ আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। সভায় রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রতিবাদ সভায় যোগদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj