এম এ আই সজিব ॥ কয়েক দিনের অব্যাহত তীব্র শীতে হবিগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এতে বেশি কষ্টে পড়েছে ছিন্নমূল মানুষ। শীতের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আর এ অবস্থায় লোকজন আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে।
এসব রোগে আক্রান্ত শতাধিক লোক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মাঝে গতকাল মঙ্গলবার দ্ইু নবজাতকের মৃত্যু হয়েছে। শীতে কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। তবুও কেউ কেউ শীতকে উপেক্ষা করে বাইরে বের হতে বাধ্য হচ্ছে। তবে কনকনে এ শীতে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের চেয়ে ছিন্নমূল মানুষকেই বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে। এ শীতের মধ্যেও অনেককে খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হচ্ছে।
এসব মানুষ সারা বছরই দুর্ভোগে থাকে। তবে শীত তাদের জীবনে বাড়তি দুর্ভোগ নিয়ে আসে। মাঝারি গতির বাতাস ও কুয়াশায় মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। ডাক্তার বলছেন কয়েক দিনের মৃদু শৈত্য প্রবাহে ঠান্ডাজনিত রোগ দেখা দিতে পারে। এমনকি শিশু ও বৃদ্ধদের এসময় রোগ-বালাই একটু বেশি হয়। সাধারণত শ্বাসতন্ত্রজনিত রোগ হাঁপানি, সর্দি, কাশি এবং শিশুদের কোল্ড ডায়রিয়া দেখা দিতে পারে।
সামর্থ্য অনুযায়ী গরম থাকার পরামর্শ দিয়ে চিকিৎসকরা এ সময়ে একটু বেশি করে পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। এদিকে চলমান কাবু মানুষ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জেও। কনকনে ঠান্ডায় জেলার গ্রাম পর্যায়ের মানুষ কাবু হয়ে পড়েছে। তীব্র শীতের প্রকোপে এখানে স্বাভাবিক জীবনযাত্রা যেন থমকে গেছে। কনকনে ঠান্ডার কারণে অসহায় হয়ে পড়ছে দরিদ্র মানুষ। ঠান্ডা বাতাস শরীরে বিঁধছে বরফের ফুলকির মতো।
সূর্যের তাপ না থাকায় লোকজন গরম কাপড় গায়ে ও মাথা মুড়ি দিয়ে রাস্তায় বের হয়। ছিন্নমূল মানুষকে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা যায়। সকাল থেকে অফিস-আদালত ও বাজারগুলোতে লোকজনের উপস্থিতি কম লক্ষ করা যচ্ছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। অব্যাহত শীতের কারণে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দেখা দিয়েছে কোল্ড ডায়রিয়াসহ নানা উপসর্গ। নদী এলাকার মানুষজন ও শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
শৈত্যপ্রবাহের কারণে শীতকালীন ফসলের তির আশঙ্কা করছে কৃষি বিভাগ। আলু ক্ষেতে ইতোমধ্যে ‘কোল্ড ইনজুরি’ দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে এই অবস্থার উন্নতি না হলে আলু ক্ষেতে পচন ধরে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj