হামিদুর রহমান,মাধবপুর থেকে-:
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) ক্রিকেট উপলক্ষে সরব হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন হোটেল,রেস্তুুরা,পাড়ার মোড়ের চা স্টল গুলো ।বাজিকরদের সুবাধে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা এখন জুয়ার এলাকায় পরিণত হয়েছে।এখানে বিপিএল ক্রিকেট ঝড়ে ভুগছে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ।
তবে এই জমজমাট জুয়াটি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে। মঙ্গলবার বিকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর বাজারে একটি চা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায় টেলিভিশনে চলছিল রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস মধ্যকার বিপিএল ক্রিকেট ম্যাচ ।
অনেক লোকজন খেলা দেখছে। এর মধ্যে জনৈক এক যুবক ডাক ছাড়ছেন আর বলছেন এই ওভারে দুইটা বাউন্ডারি হবে কারা পক্ষে এবং কারা বিপক্ষে বাজি ধরবেন। আর উপস্থিত বাজিকররা নির্দিষ্ট অংকের বাজি(জুয়া)ধরছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,যারা এই ক্রিকেট জুয়ার সাথে জড়িত তাদের সারা দিনের কর্মব্যস্থত থাকে বিভিন্ন দেশে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক ক্রিকেট অথবা প্রিমিয়ার ক্রিকেট লীগ নিয়ে।স্থানীয়দের ক্রিকেট জ্ঞান দেখে মনে হয় তারা কোন বড় মাপের ক্রিকেট বিশেষজ্ঞ।স্থানীয় এই ক্রিকেট বাজিকররা জানে বিশ্বের যে কোন দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেট লীগের কথাও । তারা যে শুধু ক্রিকেট নিয়ে পড়ে আছে তা কিন্তুু নয়। তারা ব্যস্ত সময় কাটান ফুটবলের বিভিন্ন আসর বা লীগ নিয়েও ।
সূত্র আরো জানায়,উপজেলার বিভিন্ন এলাকার চলতি এই বিপিএল ঘিরে যে বাজি বা জুয়ার আসর চলছে তাদের মধ্যে নি¤œবিত্ত শ্রেণির মানুষই বেশি।বাজির অর্থ লাভের আশায় সারা দিনের কাজকর্ম ফেলে ক্রিকেট জুয়া খেলায় বসেন ।এ ছাড়াও মাধবপুরের এই নি¤œবিত্তের বাইরে মধ্যবিত্ত শ্রেণির একটি অংশ বিপিএল ক্রিকেট জুয়ায় মেতেছে।
এ জন্য বেড়ে চলছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।আর এসব কারণে ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িতদের অভিভাবকরাও শঙ্কিত হয়ে পড়েছে তাদের সন্তানদের নিয়ে। তাদের ধারণা এখনোই এই ক্রিকেট জুয়া বন্ধ না করতে পারলে ভবিষ্যৎ আরও খারাপ অবস্থা হবে।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির আইসি মহসিন কবির বলেন,এটা জুয়া না ক্রিকেট খেলা দেখতে বসেছে বুঝার কোন উপায় নাই। তাছাড়া জনসম্মুখে টাকা পয়সা লেনদেনও করেনা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj