অনলাইন ডেস্ক : সৌদি আরবে মিউনিসিপ্যাল নির্বাচনে প্রথমবারের মতো এক নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সালমা বিনতে হিজাব আল ওয়াতৈয়বি নামে ওই নারী মক্কা প্রদেশের একটি আসনে শনিবারের (১২ ডিসেম্বর) ভোটাভুটিতে কাউন্সিলর নির্বাচিত হন।
রোববার (১৩ ডিসেম্বর) সালমাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংবাদমাধ্যম জানায়, সৌদি আরবের মক্কা প্রদেশের মিউনিসিপ্যাল নিবাচনকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কেননা সৌদি আরবের অতিরক্ষণশীল ইসলামী শাসনব্যবস্থায় এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া ও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন নারীরা।
সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় অপেক্ষাকৃত কম ক্ষমতার মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন।
খবরে বলা হয়, এবারের নির্বাচনে ৯৭৮ জন নারী প্রার্থী অংশ নেন। আর পুরুষ প্রার্থী ছিলেন ৫ হাজার ৯৩৮ জন।
শনিবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশটির প্রায় এক লাখ ৩০ হাজার নারী ভোটার নিবন্ধন করেন। পুরুষ ভোটার রয়েছেন প্রায় সাড়ে ১৩ লাখ।
এখনও নির্বাচনের ভোট গণনার কাজ চলছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে নির্বাচনে প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন সালমা আল-রাশেদ। এর মাধ্যমে সৌদি আরবের ইতিহাসেরও অংশ হয়ে গেছেন তিনি। কারণ দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী ভোটার।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমা আল-রাশেদ বলেন, দারুন লাগছে। ‘পরিবর্তন’ অনেক বড় একটা শব্দ।
সৌদি আরবে নির্বাচন খুবই বিরল একটি ঘটনা। এ পর্যন্ত মোট তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪০ বছরে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কর্তৃপক্ষ বলছে, সৌদি বাদশাহ আব্দুল্লাহর সদিচ্ছার কারণেই নারীরা এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন। গত জানুয়ারিতে মৃত্যুর আগে দেশের সুরা কাউন্সিলে ৩০ জন নারী সদস্য নিয়োগ দেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj