ক্রীড়া ডেস্ক : আগামী বছরের মার্চ-এপ্রিলে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতায় বাংলাদেশকে কঠিন পরীক্ষাই দিতে হবে। সরাসরি মূল পর্বে নয়, আগে বাছাইপর্বে খেলতে হবে সাকিব-মাশরাফিদের।
বাছাইপর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশের তিন সঙ্গী নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপের চারটি দল জিম্বাবুয়ে, আফগানিস্তান, হংকং ও স্কটল্যান্ড। দুই গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বের ‘বি’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বের ‘এ’ গ্রুপে অংশ নেওয়ার সুযোগ পাবে।
বাছাইপর্ব পেরোতে পারলে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। মূল পর্বের অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
৯ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১১ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। বাছাইপর্বের শেষ ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ওমান। ১৩ মার্চ হবে ম্যাচটি। বাংলাদেশের সব ম্যাচই হবে ধর্মশালায়। হিমাচল প্রদেশের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে।
মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে একই সঙ্গে। দুটো ফাইনালও হবে একই দিনে, ৩ এপ্রিল। দুটো ম্যাচেরই ভেন্যু কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনস।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj