খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে গন হত্যার শিকারগ্রস্থদের স্মরনে ও মর্যদাদান এবং গনহত্যা প্রতিরোধে আর্ন্তজাতিক দিবস হিসেবে প্রতিষ্টার লক্ষে উপজেলায় বিভিন্ন স্থানের বধ্যভুমিতে একযোগে আলো প্রজ্জলন করে দিনটিকে স্মরণ করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধা ৬টায় সারাদেশের ন্যায় উপজেলায় মোমবাতি জ্বালিয়ে দিনটিকে স্মরনীয় রাখতে জেলা কালচারাল অফিসকে সমস্বয়কারী হিসেবে বিভিন্ন কর্মসূচী রাখা হয় এবং বধ্যভূমিতে কবিতাপাঠ ও শহীদের প্রতি দোয়া করা হয়। চুনারুঘাট এছাড়াও পৌর শহরের মধ্যবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলো প্রজ্জলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আঃ ছামাদ, উপজেলা পরিষদের নাজির কৃষ্ণ কুমার সিনহা, মুহিদ উদ্দিন মোল্লা, মুরুব্বী নিম্বর আলী, সাংবাদিক খন্দকার আলাউদ্দিনসহ মুক্তিযোদ্ধা, ইমামসহ অনেকই।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশে নিরীহ মানুষের উপর পাকিস্থানী হানাদার বাহিনী ও তার দোসসরা যে গন হত্যা চালিয়েছিল তার দৃষ্টান্ত বিরল। এম কম সময়মে একটি মাত্র দেশে ৩০ লক্ষের বেশি মানুষ কোথাও হত্যা করা হয়নি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এটি সবচেয়ে বড় ঘটনা। শুধু তাই নয় হত্যার সঙ্গের নির্যাতন করা হয়েছে ৬ লক্ষেরও বেশি নারীকে। যার আজ আমাদের সমাজে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা নারী হিসেবে পরিচিত।
বিশ্বের বিভিন্ন দেশের গনহত্যার শিকারগ্রস্থদের স্মরণ ও মর্যদা এবং গনতহ্যা শিকারগ্রস্থদের স্মতির প্রতি শ্রদ্ধা রেখে এ বছর ১১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় ৯ ডিসেম্বরকে ‘গনহত্যা শিকারগ্রস্থদের স্মরণ ও মর্যদা এবং গনহত্যা প্রতিরোধে আর্ন্তজাতিক দিবস হিসেবে প্রচার করার সিদ্ধান্ত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj