এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প থেকে সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীরা হল ব্রাহ্মণ বাড়িয়া জেলার বিজয় নগর থানার কামালমোড়া গ্রামের সিএনজি চালক সোহেল (২৭), আনিছ খার পুত্র হানিফ খা (৩০) ও ইকরতলি গ্রামের আব্দুল হামিদের পুত্র তোফাজ্জল হোসেন (২৫)। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ডিবির এসআই সুদ্বিপ রায় ও এএসআই মুসলিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ থ-১১-৪৩৪৯ একটি সিএনজি আটক করে। এসময় সিএনজির ভেতর থাকা উলেখিত ৩ জনকে আটক করে তাদের দেহ তলাশী করে উলেখিত ফেনসিডিল উদ্ধার করা হয়।
এব্যপারে ডিবির এস আই সুদ্বীপ রায় জানান, আমাদের এখন মূল কাজ যুব সমাজকে বাচানোর। আর এর জন্য মাদক নীরমূল করতে হবে।