মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : আসন্ন সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আর প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই উপজেলা সদরের নতুন বাজারস্থ বিভিন্ন স্থানে পোষ্টার ও ব্যানার লাগানোর প্রতিযোগিতা শুরু করেন। উপজেলা সদরে নতুন বাজার ছেয়ে গেছে পোষ্টার ও ব্যানারে। এবারের বণিক কল্যাণ নির্বাচনে সভাপতি পদে ৪জন,সহ-সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ৫জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ পদে ৩জন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২ তিনটি ওয়ার্ডে কমিশনার পদে ১১জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন। বাজারে ভোটার রয়েছেন ৯১৩জন। বাজারের সবার মুখে এখন নির্বাচন নিয়েই আলোচনা। চায়ের দোকান গুলো যেন আলোচনা আর সমালোচনার কেন্দ্র স্থলে পরিনত হয়েছে।
এদিকে বসে নেই নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীরা সকাল থেকেই ছুটছেন বাজারের ভোটারদের কাছে। বাজারের পাশা-পাশি বাড়িতেও যাচ্ছেন ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ নির্বাচন কমিশনার জানান, আগামি ২৪ ডিসেম্বর উপজেলা সদরের নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এাবরের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৯১৩জন। গত বুধবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ সভাপতি পদে-হাজী মবশ্বির আলী (দেয়াল ঘড়ি) প্রতিক পেয়েছেন, ময়না মিয়া (চেয়ার) প্রতিক পেয়েছেন, আবদুস শহিদ (আনারস) প্রতিক পেয়েছেন, শামিম আহমদ (ছাতা) প্রতিক পেয়েছেন।
সহ-সভাপতি পদে মতছির আলী (কাপপিরিচ) প্রতিক পেয়েছেন, নূর মিয়া (বাইসাইকেল) প্রতিক পেয়েছেন, হারুনুর রশিদ (কলস) প্রতিক পেয়েছেন, আমির আলী (তালা) প্রতিক পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে আবদুস সবুর (আম) প্রতিক পেয়েছেন, কবির উদ্দিন (মাছ) প্রতিক পেয়েছেন, রাসেল আলী (হরিণ) প্রতিক পেয়েছেন, হাসমত আলী (বল) প্রতিক পেয়েছেন, শেখ জামাল উদ্দিন (চাকা) প্রতিক পেয়েছেন,সহ-সাধারণ পদে আবদুস সালাম (গরুরগাড়ী) প্রতিক পেয়েছেন, নূরুল হক (উড়োজাহাজ) প্রতিক পেয়েছেন, অর্থ সম্পাদক পদে জহির আলী (গোলাপফুল) প্রতিক পেয়েছেন, সুহেল আহমদ (ফ্যান) প্রতিক পেয়েছেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে নাজমুল ইসলাম (মই) প্রতিক পেয়েছেন, জাহাঙীর আলম কবির ( টিয়াপাখি) প্রতিক পেয়েছেন, রুহেল আলী ( ঘুড়ি) প্রতিক পেয়েছেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শামিম আহমদ সেবুল (আম) প্রতিক পেয়েছেন, জিয়াউর রহমান (হারিকেল) প্রতিক পেয়েছেন, কমিশনার পদে ১নং ওর্য়াডে এমদাদ হোসেন নাঈম (খেজুর গাছ) প্রতিক পেয়েছেন, বিলাল আহমদ (পজাপতি) প্রতিক পেয়েছেন, আবদুল মতিন (সেলাই মেশিন) প্রতিক পেয়েছেন, ২নং ওয়ার্ড কমিশনার পদে সুন্দর আলী রুহেল (বালতি) প্রতিক পেয়েছেন, জয়নাল মিয়া (সেলাই মেশিন) প্রতিক পেয়েছেন, আশক আলী (খেজুরগাছ) প্রতিক পেয়েছেন, সেবুল মিয়া (পজাপতি) প্রতিক পেয়েছেন, ৩নং ওয়ার্ড কমিশনার পদে আবদুল মতিন (খেজুরগাছ) প্রতিক পেয়েছেন,গিয়াস উদ্দিন (পজাপতি) প্রতিক পেয়েছেন, ইমরান আলী (বালতি) প্রতিক পেয়েছেন, বাদশা মিয়া (কাছি) প্রতিক পেয়েছেন।
জানা গেছে, বিভিন্ন প্রার্থীরা আগেভাগেই সিলেটের বিভিন্ন ছাপাখানার সঙ্গে যোগাযোগ করে পোস্টার-লিফলেটের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলেন। গত বুধবার প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা ছাপাখানায় জানিয়ে দেয়া হয়। ওই রাতের মধ্যেই পোস্টার-লিফলেট হাতে পেয়ে যান অনেকেই। সকাল থেকেই শুরু হয় উপজেলার সর্বত্রই পোস্টার আর লিফলেট বিতরণ। এসব প্রার্থীর মধ্যে বেশিরভাগ প্রার্থীদের পোষ্টার ও ব্যানার উপজেলা সদরের নতুন বাজার বিভিন্ন জায়গায় সাটানো হয়েছে। উপজেলা সদর এখন পোষ্টার-ব্যানারে সয়লাব রয়েছে। পোষ্টারে নগরীতে পরিনত হয়েছে উপজেলা সদর। নির্বাচনের প্রার্থীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ,মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
প্রধান নির্বাচন কমিশানার আবদুল ওদুদ বিএসি বলেন, সৃষ্টভাবে নির্বাচন করার জন্য সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে। ইতি মধ্যে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে বণিক সমিতির নির্বাচন সফলের লক্ষে ব্যবসায়ীসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj