মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।।
প্রায় ২৮ বছর পর নাসিরনগরে দেখা গেল সারা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবলের আসর। এর আগে টুর্নামেন্ট হলেও কোন না কোন কারণে সম্পন্ন করা যেত না। এবার প্রাণীসম্পদ মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের একান্ত ইচ্ছায় সমাপ্ত হল গোল্ডকাপ টুর্নামেন্ট। শনিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রাণীসম্পদ মন্ত্রী এডভোকেট সায়দুল হক এম.পি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম,মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হানুল হক,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,আওয়ামীলীগ নেতা হাজ্বী আবদুল গাফ্ফার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,ক্রীড়ামোদী নারীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫এ মোট ১৬ টি দল অংশ করে ফাইনাল খেলায় বুড়িশ্বর চেয়ারম্যান একাদশ ২-১ গোলে পূর্বভাগ চেয়ারম্যান একাদশকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj