সিলেট: সিলেটে মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।সোমবার সারা দেশে ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট মহানগর বিএনপির আহ্বাবায়কসহ তিনজনকে আটকের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সকালে নগরীর আদালত চত্বরে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম।
তিনি জানান, সিলেট মহানগর বিএনপির আহ্বাবায়ক ডা.শাহরিয়ার হোসেন চৌধুরীসহ তিনজনকে আটকের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সিলেটে ২০ দলের পক্ষ থেকে আধাবেলা হরতাল কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে সকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে মিছিল বের করার চেষ্টা করলে সিলেট মহানগর বিএনপির আহ্বাবায়ক ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী এবং ছাত্রদলের দুই কর্মী- সুমন ও জুয়েলকে আটক করে পুলিশ।