নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে ঢাকার আগারগাঁও তাওহীদ ল্যাবরেটরি স্কুল শিক্ষিকা শামসুন্নাহার (৩৭) নিহত হয়েছেন। এসময় তার স্বামী অামেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শাজাহান সিরাজও আহত হন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকার বাড়ি লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাথা এলাকায়।
নিহতের স্বামী শাহজাহান সিরাজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামীর বদলির সুবাদে ঢাকা থেকে একটি কার্ভাডভ্যান যোগে মালামাল নিয়ে গ্রামের বাড়ি রামগতিতে যাচ্ছিলেন শিক্ষিকা ঝর্ণা। এসময় তার সঙ্গে স্বামী ও দুই ছেলে ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর সোনাপুর-মাইজদী সড়কের পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে এলে হঠাৎ করে কয়েকজন পিকেটার তাদের ভ্যানটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে শিক্ষিকা ঝর্ণা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj