শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে আঞ্জুমানে ছালেহীন ‘শেখ আব্দুল করিম সিরাজনগরী’ মতাদর্শী মুসল্লীদের উদ্যোগে ২৬ নভেম্বর বৃহস্পতিবার পৌরমঞ্চে মহা-সম্মেলন আহ্বান করেছে।
একইতারিখ ও স্থানে সুন্নী মহা-সমাবেশ আয়োজন করেছে আকবর আলী রিজভী মতাদর্শী জেলা রেজভীয়া দরবার শরীফ, তালীমুছ সুন্নাতুওয়াল জামাত ও অঙ্গ সংগঠন।
দুই সংগঠনের একইস্থানে সুন্নী সমাবেশ আয়োজন করায় এলাকাবাসীর মধ্যে উদ্ধেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নেতবৃন্দের মাঝে সুষ্টি হয়েছে চরম উত্তেজনা।
এলাকাবাসী জানায়, সুন্নী মতাদর্শের মুসল্লীরা একইস্থানে দুই গ্রুপের সমাবেশ আহ্বান করায় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে আকবর আলী রিজভী মতাদর্শী সমাবেশের সহসভাপতি শায়েস্তাঞ্জ ইউপি চেয়ারম্যান আলী আহমেদ খান বলেন, শায়েস্তাগঞ্জ রেজভীয়া যুব ফেডারেশন ও শানে রিছালাত বাস্তাবায়ন পরিষদ ওই সমাবেশের আয়োজক। আমাকে সমাবেশের সহসভাপতির দায়িত্ব দেয়া হয়েছে মাত্র।
তিনি আরো বলেন, একই তারিখ ও স্থানে আরো একটি সুন্নী সংগঠনের সমাবেশ আহ্বায়ন দেখে থানার ওসি ইয়াছিনুল হকের সাথে দেখা করে বিষয়টি অবগত করেছি। কে আগে সমাবেশ আহ্বান করেছে জানতে চাইলে তিনি বলেন, আয়োজক যারা তারাই ভালো জানেন। আমি একটি সুন্নী মসজিদ কমিটির সভাপতি।
এব্যাপারে সিরাজনগরী গ্রুপের আয়োজক কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাইর সেলফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, উভয়পক্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলে সমাধানের চেষ্ঠা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj