মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গ উপজেলা বার্ষিক সাতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্টিত হয়েছে। ১০ বছরের কম বয়সী শিশুদের এক সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয় বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পুকুরে।
ইউনিসেফ এর সহযোগিতায় সেন্টার ফর ইনজুরী প্রিভেনশন এন্ড রিসার্চ (সিআইপিআরবি) আয়োজিত বর্ণাঢ্য সাতার প্রতিযোগিতা উদ্ভোধন করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। অংশ গ্রহনকারী ৭০জন প্রতিযোগি ৪টি গ্র“পে পুকুরে সাতার প্রতিযোগিতায় অংশ নেয়। পুকুরের চারপাশে দর্শকদের ছিল উপচে পড়া ভীড়।
সাতারে ছেলেদের বড় গ্র“পে হুমায়ুন ১ম, কামাল ২য়, সাগর ৩য়, মেয়েদের বড় গ্র“পে ১ম স্থান সাদিয়া আক্তার, ২য় রেজনা আক্তার, ৩য় ফারজানা আক্তার। ছেলেদের ছোট গ্রুপে প্রথম বিজয়ী হন নাজমুল, ২য় হামিদুর, ৩য় নাবিল। মেয়েদের ছোট গ্রুপে ১ম স্থান রেশমা আক্তার, ২য় পায়েল আক্তার, ও ৩য় স্থান অধিকার করে বিছমা আক্তার। সিএসআইদের মধ্যে আবেদ মিয়া ১ম, কামাল মিয়া ২য়, ও জুবায়ের আহমেদ ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতা কালে আমপায়ার ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্রীড়াবিদ সাহেদ আলী।
বিচারক ছিলেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান ও আরফান উদ্দিন। পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইমসেইফ প্রোগ্রাম সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর নির্মলেন্দু চক্রবর্তী, ৪নং বানিয়াচং ইউ.পি চেয়ারম্যান মোক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ হবিবুর রহমান, ডাঃ মোহাম্মদ জামাল হোসাইন। সুইমসেইফ প্রোগ্রাম সুপার ভাইজার মোহাম্মদ মাকসুদুর রহমান এর পরিচালনায় পুরুষ্কার বিতরনের পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তৃতা করেন। সিআইপিআরবি সূত্রে জানাযায় ইউনিসেফের সহযোগিতায় ‘জীবনের জন্য সাতার’ কার্যক্রম-১৫ এর আওতায় ৩০জন সিএসআই(প্রশিক্ষক) এর মাধ্যমে বানিয়াচং উপজেলা সদরে ৫ হাজার ৪১ জনকে সাতার শেখানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj