চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চুনারুঘাটে মাস ব্যপী ক্রিকেট প্রশিক্ষণ উদ্ধোধন হয়েছে। গতকাল চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাটে প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ মতিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, সিনিয়র শিক্ষক ক্ষীতিশ চন্দ্র দাস। উদ্ধোধনী অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন সুস্থ দেহ, সুন্দর মন, গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু আনন্দ বিনোদনেই নয়, ইহা বাণিজ্যিক বা পেশাদারিত্বে পরিণত হয়েছে।
আর্ন্তজাতিক জরিপে পাওয়া গেছে বিশ্বকাপ খেলাধুলার সময় সমগ্র বিশ্বে দুর্নীতি কম হয়েছে। বর্তমানে এসএসসি পরীক্ষাতেও শারীরিক শিক্ষাকে বাধ্যতামুলক করা হয়েছে এবং এতে ব্যবহারিক নম্বর রয়েছে। তাই সকল শিক্ষার্থীদেরকে খেরাধুলায় অংশগ্রহন করা বিশেষ প্রয়োজন। প্রধান অতিথি আরও বলেন বর্তমানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সরকার খেলাধুলায় যথেষ্ট ভুমিকা পালন করছে। এরাই ধারাবাহিকতায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শিক্ষার্থীর জন্য সাফল্যতা অর্জন করা সম্ভব হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়ে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুভ উদ্ধোধন ঘোষনা করেন। উক্ত প্রশিক্ষণে উজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে।
বিদ্যালয় গুলো হল ডিসিপি হাই স্কুল, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়। উক্ত প্রশিক্ষণে ৪টি বিদ্যালয় হতে ৩০জন ছাত্র অংশ গ্রহন করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj