স্টাফ রিপোর্ট।। সিলেটের আলোচিত শিশুছাত্র আবু সাঈদ হত্যা মামলায় সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমানসহ চরজনের বিরুদ্ধের চার্জ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুর রশীদ এ মামলায় চার্জগঠন করেন। এ মামলায় ১৯ নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহনে শুরু হবে।
ট্রাইব্যুনালের স্পোশাল পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ১০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন এমামলার পলাতক আসামি সিলেট জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম। এর পর মামরায চার্জ গঠনের এ তারিখ নির্ধারন করা হয়। পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ছাড়া মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলো সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও জেলা ওলামালীগের প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম।চলতি বছরের ১১ মার্চ সকাল ১১টার দিকে নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণের তিনদিন পর ১৪ মার্চ রাত ১০টায় নগরীর ঝর্ণার পাড় সুনাতলাস্থ পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের ভাড়াবাসার ছাদ থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত শেষে গত ২৩ সেপ্টেম্বর এ মামলায় চারজনকে উল্লেখিত চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) মোশাররফ হোসেন।
অভিযুক্তদের মধ্যে পুলিশের কনষ্টেবল এবাদুর, রাকিব ও গেদা আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj