হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা সুতাং এলাকায় চালককে খুন করে সিএনজি ছিনতাইয়ের অভিযোগে মহিলাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল-সুনামগঞ্জের জামালাগঞ্জ উপজেলার সামাদনগর এলাকার হারুন অর রশিদের পুত্র আলী হোসেন (২৮) ও তার স্ত্রী সোমা আক্তার (২৩), লাখাই উপজেলার স্বজন গ্রামের আক্তার হোসেনের পুত্র সুমন (২৮) ও কাশেম আলী (২৫)। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ সদর থানা গেইটের সামন থেকে ২জনকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপর ২জনকে একই স্থান থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সোহেল নামে জনৈক সিএনজি চালক প্রতিদিনের ন্যায় গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। সে শায়েস্তাগঞ্জ এলাকায় গেলে গ্রেফতারকৃত সোমা আক্তার ডেলিভারীর রোগী সেজে তার স্বামীকে নিয়ে সিএনজিটি রিজার্ভ করে সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমথ্যে তারা সুতাং এলাকা পৌছে চালক সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের মামা লোকমান মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে চুনারুঘাট থানার এস আই আব্দুল্লাহ আল জাহিদ ও এ এস আই সাজিদ মিয়া গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার কুমিল্লা জেলায় অভিযান চালায়। গ্রেফতারকৃতরা সেখানে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে হবিগঞ্জে পালিয়ে আসে। এক পর্যায়ে পুলিশ তাদের পিছু নিলে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার গেইটের সামনে রাস্তা থেকে আলী হোসেন ও সুমনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ কৌশলে মোবাইল ফোনে ডেকে এনে একই স্থান থেকে সোমা আক্তার ও কাশেমকে গ্রেফতার করে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লিখার সময় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছিল। পুলিশ ছিনাইকৃত সিএনজিটি উদ্ধার করতে অভিযান অব্যহত রেখেছে।