নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর পানি সরবরাহ লৌহ দূরীকরণ প্রকল্প কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
রবিবার সকালে হবিগঞ্জ পৌর এলাকার শ্মশানঘাট রোড এলাকায় ওই প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হবিগঞ্জ পৌরসভা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সিডিসি ক্লাষ্টার সেন্টারে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ৮ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌরএলাকায় লৌহ দুরীকরন প্ল্যান্ট বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ৩০ বছর হবিগঞ্জ শহরবাসীর পানির চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি নির্দিষ্ট সময়ের ভিতর দ্রুততার সাথে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী তার সুচনা বক্তব্যে বলেন, এ লৌহদুরীকরন প্রকল্প আরো আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আইন জটিলতার কারনে তা বিলম্ব হয়।
তিনি বলেন সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরের প্রচেষ্টায় সকল জটিলতার অবসান হওয়ায় এ প্রকল্প-কাজ শুরু করা সম্ভব হয়েছে।
ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও মোঃ মাহবুবুল হক হেলাল, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলন।
সভা পরিচালনা করেন পৌরসভার কাউন্সিলর দিলীপ দাস। সভায় জানানো হয় ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হবিগঞ্জ পৌরসভা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ৫৩ শতক জমির উপর নির্মিতব্য এ প্রকল্প বাস্তবায়ন হলে এ থেকে প্রতি ঘন্টায় ৩৫০ ঘন লিটার লৌহমুক্ত পানি উৎপন্ন হবে। হবিগঞ্জ পৌরসভার পানিসরবরাহ লৌহ দুরীকরন প্রকল্প কালীবাড়ি ও বেবীষ্ট্যান্ড এলাকার পর এটি তৃতীয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj