মোঃ রহমত আলী ॥ বিবাড়িয়ার প্রেমিককে অপহরণ করে মুক্তিপণ দাবীর অভিযোগে প্রেমিকার ভাইকে পুলিশে ধরিয়ে দিল প্রেমিকের ভাই। অপর দিকে হবিগঞ্জে নোটারী পাবলিকে এসে সাড়ে ৫লাখ টাকার দেন-মোহর দার্যকরে প্রেমিক-প্রেমিকা এভিডেভিটের মাধ্যমে বিয়ের প্রস্তুতিনেন। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ শহরে শনিবার দুপুরে। জানাযায়, বানিয়াচং উপজেলার আদর্শ গ্রামের রবিউল আলমের পুত্র মাসুম মিয়া (২৫) প্রায় ৪বছর পূর্বে বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মনির উদ্দিন লস্করের বাড়িতে রাজ মিস্ত্রীর কাজ করে।
সেই সুবাদে ওই পরিবাবেরের সাথে মাসুমের আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠে। মনির উদ্দিনের দুবাই প্রবাসী পুত্র শরীফ উদ্দিন লস্কর (২২) রাজমিস্ত্রী মাসুমের সাথে বানিয়াচং বেড়াতে আসে এবং একে অপরের বাড়িতে আসা-যাওয়া চলতে থাক। মাসুমের মা মাসুদা খতুন জানান, শরীফ লস্কর আমদের বাড়িতে আসা যাওয়া মধ্য দিয়ে আমার কলেজ পড়–য়া কন্যা মোছাঃ হাসনা বেগম (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবে কেটে যায় প্রায় দু’বছর।
দু’পরিবারের মধ্যে সু-সম্পর্ক সৃষ্টি হলে মাসুমকে দুবাই নেয়ার প্রতিশ্র“তি দেয় শরীফ উদ্দিন লসস্কর। তাই সরল বিশ্বাসে আমার পুত্র মাসুমকে বিদেশ নেয়ার জন্য শরীফকে আড়াই লাখ টাকা দেই।
কিন্তু দীঘর্ দিন চলে গেলে আজও আমার পুত্র মাসুমকে দুবাই নেয়ার কোন ব্যবস্থা করেনা শরীফ। মাসুদা খাতুন আরও জানান, ১৩ নভেম্বর সকাল ৯টায় শরীফ লস্কর আমার মেয়ে হাসনাকে ফোন করে বাড়ি থেকে নিয়ে বিবাড়িয়ায় চলে যায়। সেখান থেকে সে ফোন করে আমাকে জানায় হাসনাকে সে বিয়ে করবে। আমি খবর পেয়ে বিবাড়িয়া যাই এবং স্থানীয় লোকজনের সহঅয়তায় বিকের ৪টায় হাসনা কে বানিয়াচঙ্গে নিয়ে আসি।
তখন শরীফও আমার সাথে হবিগঞ্জে চলে আসে। ১৪ নভেম্বর সকালে হবিগঞ্জ শহরে নোটারী পাবলিক এর মাধ্যমে বিয়ের কথা বলে হাসনাকে বাড়ি থেকে নিয়ে আসে শরীফ। আমি তাদের সাথে হবিগঞ্জ আসি। দুপুরে এ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী’র মাধ্যমে সাড়ে ৫লাখ টাকার দেন-মোহর ঠিক করে নোটারী পাবলিকে এভিডেবিট কওে তারা ।
বাড়িতে যাওয়ার জন্য শহরের বেবীস্টেন্ড এলাকায় পৌছলে একদল যুবক আমার মেয়েসহ শরীফকে হবিগঞ্জ থানয় নিয়ে আসে।এসে দেখি আমার ছেলে মাসুমও তানায় আটক। এদিকে শরীফ লস্করের খালাতো ভাই মোঃ সিরাজুল ইসলাম জানান, বানিয়াচঙ্গে মাসুম আমাদের বাড়িতে দির্ঘদিন ধরে রাজমিস্ত্রী কাজ করে যাচ্ছিল। তাই তার সাথে আমাদের পরিচয় হয়।
পচিয়ে সূত্র ধরে আমার খালো মনির উদ্দিন লস্করের বাড়িতে আসা যাওয়া করতো। আমার খালাতো বোন মাহমুদা খাতুন (২৫) এর স্বামী বিদেশ থাকায় সে একাই তার কক্ষে বাস করে। প্রায় ১বছর আগে গভীর রাতে আমার খালাতো বোন মাহমুদার সাথে অনৈতিক কাজ করা চেষ্টা চালায় মাসুম। তখন মাহমুদা চিৎকার করলে আমরা এগিয়ে যাই এবং রাজমিস্ত্রী মাসুম কে ঘরে দেখতে পাই এবং নাসিরনগর থানায় তাকে সোপর্দ করি। এর পর মাহমুদা বাদি হয়ে তার বিরেুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করলে সে ২মাস কারাভোগের পর জামিনে মুক্তি পায়।
তিনি বলেন, ১৩ নভেম্ব শুক্রবার আমার দুবাই প্রবাসী খালাতো ভাই শরীফ লস্কর কে আমাদের এলাকা থেকে অপহরণ করে মাসুম। তার মুক্তির জন্য আমার মোবাইলে ফোন করে জানায় ৫০ হাজার টাকা মুক্তিপণ দিলে শরীফকে ছেড়ে দেয়া হবে। তার কথামত টাকা নিয়ে শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় আসি।
এসময় শরীফকে না দেখে আমার সন্দেহ হয়। তখন আমি আমার সঙ্গীদের নিয়ে মাসুমকে পাকড়াও করে হবিগঞ্জ থানায় সোপর্দ করি। আপুশমিমাংশার শর্তে দু’পক্ষ থানায় মুছলেকা দিয়ে চলে যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj