মোঃ রহমত আলী : আজ ১৪ নভেম্বর মহান স্বাধীনতা যুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল (অবঃ) এম এ রব-এর ৪০তম মৃত্যুবার্ষিকী। কোরআন খানি, মিলাদ মাহফিল, কাঙালী ভোজ ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করবে মরহুম এম এ রব-এর পরিবার ও কয়েকটি সংগঠন । একইসাথে এম এ রব স্মৃতি ও গবেষণা পরিষদের উদ্যোগে ভোরে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষে ভাতিজা ইমরান রউফ ও ইমতিয়াজ রুবেল মিলাদ মাহফিল, কোরআন খানি, কাঙালী ভোজে উপস্থিত থাকার জন্য গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহবান করেছেন।
১৯৭৫ সালের এ দিনে ৫৬ বছর বয়সে রক্তশূন্যতা জনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন জাতির এ কৃতি সন্তান। মৃত্যুর পর হবিগঞ্জ শহরের পাশে খোয়াই নদীর তীরে শহরের উমেদনগর এলাকায় মহান এ বীর সেনানীকে সমাহিত করা হয়।
এম এ রব ১৯১৯ সালে বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রী লাভ করে যোগ দেন বৃটিশ-ভারত সেনাবাহিনীতে।
পাকিস্থান সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর লেফটেন্যান্ট কর্ণেল পদে থাকাকালে ১৯৭০ সালে অবসর গ্রহণ করে জনগণের পাশে থাকার নিমিত্তে রাজনীতিতে যোগ দেন। এ বছরই তিনি আওয়ামীলীগ মনোনয়নে বানিয়াচং-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ৭১’ সালের এপ্রিল মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হলে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব স্টাফ নিযুক্ত হন। মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত হন মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমাণ্ড এম এ রব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj