এম এ আই সজিব : হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় এনামুল হক এনাম (৩৮) নামে এক আইনজীবীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই শহীদুল হককেও (২৮) আহত করে হামলাকারীরা।
এ ঘটনা ঘটনার সাথে জড়িত থাকার সন্ধেহে সদর থানার এস আই ওমর ফারুক এনামুল হক শাহিনের স্ত্রী রুবি বেগম (২৬) এবং মোঃ হান্নান মিয়ার স্ত্রী শ্যামলী বেগমকে রাতেই আটক করেছে।
এ দিকে আহত আইনজীবী এনামুল হক এনামকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত আউয়াল ও শহীদুল হককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার গভীর রাতে অজানা কারণে মালিক এনামুল হক শাহিনের সঙ্গে ভাড়াটিয়া এনামুল হক এনামের বিরোধ বাধে। এ সময় এনামুল হক শাহিন ও তার লোকজন দা দিয়ে এনামুল হক এনাম ও শাহিনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।
বড় ভাই এনামুল হককে কুপাতে দেখে ছোট ভাই শহীদুল হক এগিয়ে গেলেও তার উপরও হামলা চালানো হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আইনজীবী এনামুল হক এনামকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ছাড়া অপর দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান- হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চলছে। তবে, কি কারণে হামলার ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj