হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে বাসায় ঢেকে নিয়ে আইনজীবি ও তার ভাইকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনায় দুই মহিলাকে আটক করেছে পুলিশ।
আটক মহিলারা হল শহরের ইনাতাবাদ এলাকার এনামুল হক শাহীনের স্ত্রী রুবি বেগম (২২) ও হান্নান মিয়ার স্ত্রী শ্যামলা বেগম (২৫)।
এদিকে আইনজীবি সমিতি দুর্বৃত্তের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুরে জেলা আইনজীবি সমিতি এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারী আদালতে সভায় মিলিত হন।
এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সুবির রায়, মনোয়ার আলী, আশরাফুল বারী নোমান, ত্রিলোক কান্তি বিজন, মুদ্দত আলী, রমিজ আলী, কুতুব উদ্দিন জুয়েল, নুর মোহাম্মদ, মোফাচ্ছিরসহ শতাধিক আইনজীবি।
তারা অবিলম্বে সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। হামলাকারীর পক্ষে কোনো আইনজীবী আদালতে মামলা পরিচালনা না করারও ঘোষণা দেয়া হয়।
পুলিশ আটক দুই মহিলাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।
উল্লেখ্য হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদস্য এনামুল হক এনাম (৩৫), তার ছোট ভাই সাদিকুল হককে প্রতিবেশী মৃত কিতাব আলীর পুত্র এনামুল হক শাহীনসহ একদল দুর্বৃত্ত মঙ্গলবার দিবাগত রাত ১টায় ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় এনামকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত আছে। মামলা না হওয়ায় আটক দুই মহিলাকে ৫৪ ধারায় কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj