অনলাইন ডেস্ক : নাম তার মৌলভী আবুল ওয়ালা খান। বয়স ১১০ বছর। আর এই বয়সেই জনক হলেন পুত্র সন্তানের। ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে কোনো রকম ঝুঁকি ছাড়াই তার স্ত্রী নুর নাহার বেগম (৩৫) এ সন্তান জন্ম দেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ উদ্দীন (রুবেল) বললেন, চিকিৎসা শাস্ত্রে সাধারণত ৭০/৭৫ বয়স পর্যন্ত পুরুষের শুক্রাণু সক্রিয় থাকে। তবে ১১০ বছর বয়সী বৃদ্ধের সন্তানের জনক হওয়াটা আশ্চর্যের বিষয় বৈকি। তিনি বললেন, মা ও সন্তান উভয়েই সুস্থ। তবে বৃদ্ধ আবুল ওয়ালা খানকে সুস্থ দেখা গেল না।
পুত্র সন্তান হয়েছে জেনে বিকেল ৪ টার দিকে হাসপাতাল কম্পাউন্ডে আসেন। তাকে টেক্সি থেকে নামাতে ও হেঁটে হাসপাতালে প্রবেশ করতে তার একজনের সাহায্য লেগেছে।
আবুল ওয়ালা’র সাথে কথা হলে তিনি বলেন, একশ’রও বেশি তার বয়স। চোখে ভালো দেখেন না, মাথা ঘুরায়, শরীর কাঁপে ইত্যাদি।
তবে পুত্র সন্তান লাভে তিনি খুশি হয়েছেন বলে তার অনুভূতি ব্যক্ত করলেন।
উল্লেখ্য, আবুল ওয়ালা তার প্রথম স্ত্রী ৭৫ বছর বয়সে মারা যাবার পর ৮ বছর আগে অর্থাৎ ১০২ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন (স্ত্রী’রও এটি দ্বিতীয় বিয়ে)। তখন তার দ্বিতীয় স্ত্রী’র বয়স ছিল ২৭ বছর।
আবুল ওয়ালা সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানালেন, ভাতিজা লুৎফুর কবির খান। বিষয়টি জানাজানি হলে কৌতুহলবশত অনেকেই এই বাবাকে এক নজর দেখার জন্য সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে ভিড় জমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj