ডেস্ক : বাবা-মায়ের কাছ থেকেই বাচ্চাদের শেখার শুরু। সেজন্য বাবা-মাকে সব সময় সন্তানের জন্য শিক্ষণীয় আচরণ করা জরুরি। এমন কতোগুলো আচরণের মধ্যে বাবা-মায়ের টিভি দেখা অন্যতম। আপনি টিভি সিরিয়াল দেখবেন আর সন্তান ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফি দেখে নিত্য নতুন জিনিস শিখবে তা আশা করা ভুল। তাই সন্তানের টিভি দেখা এবং শিক্ষাগ্রহণের ব্যাপারে বাবা-মাকে বেশ কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি। যেমন-
শিশু কি দেখছে তা প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। বাবা-মা হিসেবে এটি আপনার জন্য অন্যতম একটি দায়িত্ব। শিশুদের জন্য উপযোগী নয় এমন কোনো অনুষ্ঠানের দিকে আপনার সন্তান ঝুঁকে পড়ছে কিনা সে বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে।
শিশু কি দেখবে সে সম্পর্কে তাকে সাহায্য করতে হবে। শিশুকে অনুষ্ঠান বাছাইয়ের ব্যাপারে সহযোগীতা করুন। শিশুতোষ অনুষ্ঠান দেখার সময় আপনিও সঙ্গ দিন। আগে থেকেই নিজে অনুষ্ঠান সম্পর্কে ধারণা তৈরি করুন। জেনে নিন কোন অনুষ্ঠান দেখে আপনার সন্তান একই সঙ্গে আনন্দ উপভোগ করবে এবং কিছু শিখতে পারবে। সেই সব অনুষ্ঠান দেখার ব্যাপারে তাকে উৎসাহিত করতে পারেন। উৎসুক সঙ্গ দিতে পারেন শিক্ষণীয় অনুষ্ঠান দেখার সময়।
নিজেকে শিশুর জন্য রোল মডেল হিসেবে তৈরি করা বাবা-মায়ের অন্যতম প্রধান কাজ। কোনোভাবেই এমন কিছু করা যাবে না, যা আপনার সন্তানের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এছাড়াও বাচ্চার পড়াশুনা, খেলাধুলা বা অন্যান্য কাজের ভিড়ে টিভি দেখার সময়টা খুব কম। কোনো বাচ্চার মাত্রাতিরিক্ত টিভি দেখায় আসক্ত হয়ে যাওয়াটা মোটেও কাম্য নয়। তাই যতটুকু সময় বাচ্চা টিভি দেখছে ততটুকুও যেন তার জন্য শিক্ষণীয় হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে বাবা-মাকেই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj