হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর নছরতরপুরে সৌদি প্রবাসির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহ¯প্রতিবার দিবাগত গভীর রাতে। ডাকাতরা ২২ভরি সর্ণালঙ্কার, নগদ ৫লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুন্ঠন করে নিয়ে যায়। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী আফিয়া খাতুন (২০) ও তার ভাই ইসমাইল আহমদ (২২) আহত হয়। তাদেরকে রাতেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । ইসমাইল আহমদের শারিরীক অবস্থার অবনাত হলে চিকিতসত তাকে সিলেট উসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। রাতেই স্থানীয় জনতা দুই ডাকাতকে পাড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়।
হবিগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরতপুর গ্রামের সৌদি প্রবাসী জলফু মিয়ার বাড়িতে বৃহ¯প্রতিবার দিবাগত গভীর রাতে ১৮ সদস্যের একটি ডাকাত দল হানা দেয়। দুর্বৃত্তরা প্রবাসী জলফু মিয়ার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়। তখন দুর্বৃত্তরা প্রবাসীর ঘরে রাখা ২২ ভরি সর্ণ নগদ ৫লাখ টাকা ও মূল্যবান জিনিষপত্রসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লন্ঠন করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে দুর্বৃত্তরা দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন তারা সুরচিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং দুই ডাকাতকে ধৃত করে এবং অনান্যরা পালিয়ে যায়। রাতে থানায় খবর দিলে ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে এবং দির্ঘ সময় অভিযান চালিয়ে এলাকার পার্শবর্তি হাওর থেকে রাজু মিয়া (২৫) নামে এক ডাকাত সদস্যকে আটক করে। সে বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের পুত্র। জনতার হাতে ধৃত হাসপাতলে ভর্তি ডাকাত সদস্য সুনামগঞ্জ জেলার মধ্যনগর গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র বিলাল মিয়া (২৬) ও সজ্ঞাহীন অপর ডাকাতের নাম পরিচয় জানাযায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj