মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরসভা শীঘ্রই ঘোষনা হচ্ছেন এমন খবরে যুক্তরাজ্য প্রবাসীরা প্রস্তাবিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করতে দৌড়ঝাপ শুরু করেছেন। নির্বাচন আসার আগেই সম্ভাব্য প্রবাসী মেয়র প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারনা করেছেন বিভিন্নভাবে। উপজেলার সবত্রই চলছে পৌরসভা নির্বাচন নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা। নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দেশে আসতে শুরু করেছেন।
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আবদুর রব সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আগমন করেন। বিশ্বনাথ পৌরসভা ঘোষনা না হলেও উপজেলা সদরে পৌরসভার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী প্রার্থীর সংখ্যা বেশি রয়েছেন। তারা প্রবাস থেকে দেশে থাকা আত্বীয় স্বজনের মাধ্যমে পৌরসভার পদপ্রার্থীর হওয়ার ঘোষনা দিয়ে আসছেন।
পৌরসভা ঘোষনা হওয়ায় মাত্রই ওই প্রবাসী মেয়র পদপ্রার্থীরা দেশে ছুটে আসবেন বলে জানাগেছে। খোঁজ নিয়ে জানাযায়, দেশের বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলের বেশকিছু উপজেলায় পৌরসভা স্থাপন করা হয়েছে অনেক আগেই। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও প্রবাসী অধ্যুষিত অঞ্চল বিশ্বনাথ আজো পৌরসভায় উত্তির্ন হয়নি। বিশ্বনাথ উপজেলা পৌরসভা স্থাপন করা হলে সরকার যেমন বছরে কোটি টাকার রাজস্ব পেত, তেমনি এ উপজেলার মানুষজনও পেত তাদের কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া। পৌরসভা নির্বাচন হচ্ছে এমন খবরে উপজেলা আগাম নির্বাচনী প্রচার-প্রচার শুরু করেছে প্রবাসী সম্ভাব্য মেয়র প্রার্থীরা। নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠ পর্যায়ে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছেন দেশে থাকা স্বজনদের মাধ্যমে। কিন্তু বিশ্বনাথে এখনও পৌরসভা ঘোষনা করা হয়নি।
এলাকার অনেকেই জানান, উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ সামন থেকে প্রায় তিন কিলোমিটার সীমানা নিয়ে পৌরসভা গঠিত হচ্ছে। আর এ সীমার মধ্যে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বিশ্বনাথ পুরান, নতুনবাজার, চান্দশীরকাপন, শরিষপুর, মন্ডলকাপন, সুড়িরখাল, শেনারগাঁও, ভোগশাইল, বৈদ্যকাপন, উজান মসলা, হরিকলস, মসলিস ভোগশাইল, জাহারগাঁও, কারিকোনা, শাহজিরগাঁও, রাজনগর, মোল্লারগাঁও, জানাইয়া, মুফতিরগাঁও, বিশ্বনাথেরগাঁও, নরশিংপুর, শ্রীধরপুর, চৌধুরীগাঁওসহ আরো বেশ কয়েকটি গ্রাম পৌরসভার সীমানায় রয়েছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ হতে চলছে এমটাই মনে করছেন উপজেলাবাসী।
উপজেলা সদরসহ আশপাশ এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিলবোর্ড বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাঁটানো হয়েছে। দলীয় সমর্থন পেতে শুরু হয়েছে দৌড়ঝাপ। প্রার্থী হওয়ার জন্য প্রবাস থেকে আসছেন অনেকেই।
সম্ভাব্য প্রাথীরা নির্বাচনে অংশ নেয়ার কারণে রাজনৈতিক, সামাজিক, খেলা, বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারনার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রবাসী মেয়র প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমানে প্রবাসী প্রার্থী যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আলী, বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন কমিটি বিশ্বনাথের আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী হাজী মো.সুনু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলী, রইছ আলী, শামছুল আলম ছরকুম, পৌরসভা বাস্তবায়ন কমিটি যুক্তরাজ্যের আহবায়ক আকদ্দুছ আলী, ব্রিটেন কিথলী এলাকার কাউন্সিলর নেছার আলী, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ, আবদুর রব, জয়নাল আবেদিন, আব্দুর রহিম রঞ্জু, সেবুল মিয়া, রুহেল মিয়া, আবুল কালাম শাহ। তবে প্রবাসী প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে এলাকাবাসী মনে করছেন।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী রিপন মিয়া বলেন, নির্বাচনের খবর নেই। তবে প্রবাসী প্রার্থীদের ঘুম নেই। প্রতিদিন মেয়র পদে নতুন নতুন প্রবাসী প্রার্থীর নাম শুনা যাচ্ছে।
শিক্ষক ফখরুল ইসলাম বলেন, পৌরসভার নির্বাচনে কবে হবে তার কোন খবর নেই। কিন্তু প্রার্থীদের প্রচার-প্রচারনা এখন তুঙ্গে। সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আবদুর রব বলেন, যুক্তরাজ্য থেকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করার জন্য দেশে এসেছি। তবে নির্বাচন হলে তিনি বিশ্বনাথের প্রথম মেয়র হওয়ার আশাবাদি।
যুক্তরাজ্য থেকে মেয়র পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পৌরসভা ঘোষনার পরপরই দেশে ফিরে আসব। তিনি প্রস্তাবিত পৌরসভার মেয়র পদপ্রার্থী বলে জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, পৌরসভা হওয়ার উপযোগী শহর বিশ্বনাথ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষনার বাকি রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, দলের অনেক একাধিক প্রার্থী রয়েছে মেয়র পদে। তবে পৌরসভা নির্বাচন হলে দলীয়ভাবে একক প্রার্থী দেওয়া হবে।
সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, পৌর সভার ঘোষনা সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, মাসখানিকের মধ্যে বিশ্বনাথ পৌরসভা ঘোষনার সম্ভবনা রয়েছেন বলে তিনি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj