মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের একটি ডুবা থেকে গতকাল বুধবার বিকেলে আব্দুল হান্নান (৩৮) নামে এক ব্যক্তির রহস্যঘেরা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আব্দুল হান্নান ওই গ্রামের নাজিম উল্লাহর ছেলে। সন্দেহের তীর লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউয়ের দিকে, ঘটনার পর থেকেই তার হদিছ পাওয়া যাচ্ছেনা।
স্থানীয় সুত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার পর থেকে আব্দুল হান্নানের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও বন্ধ ছিল। বাড়ীর লোকজন অনেক খুঁজাখুঁজি করে ও তাকে পায়নি। বুধবার বিকেলে গ্রামের জনৈক ব্যক্তিদ্বয় সৈয়দ গোলাম মুছা ওরফে লাউয়ের বাড়ীর নিকটে একটি ডুবার মধ্যে তার লাশ ভাসতে দেখে এলাকার মানুষদের বিষয়টি অবহিত করলে মুহুর্তের মধ্যে গ্রামের লোকজন গিয়ে ভীড় জমায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আব্দুল হান্নানের পরিবারের লোকজনের দাবী, রাত ৯ টার সময় তার পার্শ্বের বাড়ীর লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউ তাকে নিজ বাড়ী থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায় এবং এর পর থেকেই তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে গতকাল থেকেই লন্ডন প্রবাসী সৈয়দ গোলাম মুছা ওরফে লাউয়ের হদিছ পাওয়া যাচ্ছেনা। ওপর সূত্রে জানাগেছে, আব্দুল হান্নানকে গত মঙ্গলবার রাত ৯টার দিকে ফোন করে নেওয়া হয়েছিল ধান কাটার জন্য এবং তাকে ৫শত টাকা অগ্রীম দিয়ে বিদায় করে দেওয়া হয়। অপর দিকে জানা গেছে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj