মোযযাম্মিল মাছুমী, ফান্দাউক দরবার শরীফ থেকে : ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পক্ষে, দরবারের মূখপাত্র ও দ্বিতীয় সাহেবজাদা মাওঃ মুফতী সৈয়দ মঈনুদ্দীন আহমাদ সাহেব হবিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুক সাহেব সড়ক দূর্ঘটনায় আজ ইন্তেকাল করায় শোক প্রকাশ করেছেন, আজ সন্ধায় ঢাকায় অবস্থানরত দরবার শরীফের পীরজাদা অনলাইনের মাধ্যমে সাংবাদিক মোযযাম্মিল মাছুমীর কাছে এই শোক বার্তা প্রেরণ করেছেন।
পাঠানো শোক বার্তায় পীরজাদা বলেন, জন্ম ও মৃত্যু সব আল্লাহ পাকের হাতে। সবাই এই মৃত্যুপথের যাত্রী। তাই অত্যন্ত দুঃখের সহিত বলছে হচ্ছে যে, গত বছর তাজুল ইসলাম সাহেব ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে এসে বলে ছিলেন "আমি গুনাহগারকে আপনার আব্বাজান তথা হুজুর কিবলা ফান্দাউকী রহঃ আমাকে বলে ছিলেন আপনি আমার মাহফিলে আসবেন কিন্তু আমি যথা সময়ে আসতে পারিনি আজ আমার হুজুর নেই তবে আমার বিশ্বাস ছিল হুজুর যেহেতু বলেছেন এবং আমি যে ফান্দাউক দরবারে আসব এটা আমার ঈমানী বিশ্বাস ছিল, তাই আজ আমি মাহফিলে উপস্তিত হলাম।
তিনি বলেছিলেন হুজুর ক্বিবলা আমাকে খুব মহব্বত করতেন"। আার তাই ওনার কথা গুলি আজ খুব বেশি বেশি মনে পড়ছে। আমি মনের গভীর থেকে তাজুল ইসলাম সাহেবের আত্নার মাগফেরাত কামনা করছি এবং দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj