ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় শ্যুটার রুবেল ও মিহাজুল আরেফীন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেলের পর শাখাওয়াত হোসেন শরীফও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এই মামলায় গ্রেপ্তার ৪ আসামির মধ্যেই তিনজনই দোষ স্বীকার করলেন।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ওই আসামির জবানবন্দি গ্রহণ করেন। বিচারক স্বীকারোক্তি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠিয়েছেন।
এর আগে গত ২৬ অক্টোবর শ্যুটার রুবেল এবং গত ১ নভেম্বর ভাগ্নে রাসেল একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারকৃত অপর আসামি চাকতি রাসেল এখানো রিমান্ডে রয়েছেন।
গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয় বলে দাবি গোয়েন্দা পুলিশের (ডিবি); যদিও গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি আরো আগে আটক করা হয় তাদের।
পুলিশের দাবি, সরকারকে চাপে ফেলতে এক বড় ভাইয়ের নির্দেশে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আসামি শাখাওয়াতের মোটরসাইকেল নিয়ে রুবেল, ভাগ্নে রাসেল ও চাকতি রাসেল হত্যাকাণ্ডে আংশ নেয়। কথিত বড় ভাই একটি পেশাদার রাজনৈতিক দলের নেতা। বড় ভাই তাদের বলেছেন, বিদেশি নাগরিক হত্যা করতে পারলে সরকার চাপে পড়বে।
চাকতি রাসেল ও ভাগ্নে রাসেল ইয়াবাসহ বিভিন্ন নেশায় আসক্ত ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। রুবেল ঠাণ্ডা মাথার খুনি। শাখাওয়াত হোসেন ইয়াবা ও অবৈধ অস্ত্রে ব্যবসায়ী বলেও দাবি পুলিশের।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাভেল্লা সিজার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj