চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালযে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রবশেপত্র বিতরণ, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ে কৃষি শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় ও প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পথে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি , হবিগঞ্জ মটর মালিক গ্র“পের নির্বাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুল হক তালুকদার কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আকবর আলী, দুর্গাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার মিয়া, আলোর পথে ইসলামী কিন্ডার গার্টেনে অধ্যক্ষ অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামাল উদ্দিন, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রাজা মিয়া, উবাহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি ফিরুজ আহমদ দেওয়ান, বিএসসি শিক্ষক মনিরুজ্জামান, ধর্মীয় শিক্ষক মাওঃ মতিউর রহমান, শিক্ষিকা মোছাঃ শরিফুন্নেছা, ক্বারী খিজির আহমদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন গোপালপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাকারিয়া।
আলোচনা, মিলাদ ও দোয়া শেষে জেএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র তুলে দেন উপস্থিত অতিথি ও শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।