হবিগঞ্জ: হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে।
প্রতিটি পূজামন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ম পালন করে যাচ্ছেন। কোথাও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক তৎপর থাকতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার লাখাই উপজেলায় পূজামন্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন- আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের জনগণ যার যার ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছেন।
লাখাই উপজেলায় পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি আবু জাহির-এর সাথে ছিলেন- উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অহিন্দ্র দত্ত, ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, নুরুজ্জামান মোল্লা ও আব্দুল হাই কামাল, মাস্টার এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, আওয়ামী লীগ নেতা হাজী ইছাক মিয়া, আব্দুল মুজিব, মোজাহিদ মিয়া, ফারুক আহমেদ, মাসুক মিয়া তালুকদার, আলমগীর আলম মাহবুব, সরদার ওমর ফারুক, ইকবাল তালুকদার, বদিউল আলম কাজল, ছোবহান মিয়া, শাহ রেজা উদ্দিন দুলদুল, মোল্লা আলমগীর, যুবলীগ নেতা এনামূল হক মামুন, একরামূল মজিদ চৌধুরী শাকীল, হারুনুর রশিদ নাঈম, কাউছার আহমেদ, জুয়েল রানা, সালাউদ্দিন সুমন, ছাত্রলীগের সভাপতি খোকন চন্দ্র গোপ সৌরভ, সাধারণ তৌহিদ মোল্লা, লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj