সৌদিআরব প্রতিনিধি : চলতি ২০১৫ সালে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে মারা গেছেন ২৬৭ জন বাংলাদেশি।
এর মধ্যে মিনা ট্র্যাজেডিতে ১৩৭ জন, ক্রেন দুর্ঘটনায় ১ জন এবং স্বাভাবিক মৃত্যু হয়েছে ১২৯ জনের। মক্কায় বাংলাদেশ হজ মিশন থেকে এ তথ্য পাওয়া যায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ. কে. এম শহীদুল করিম বলেন, মিনা দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ৯৬ জনের পরিচয় মিলেছে।
হজ মিশনের একটি সূত্র জানায়, হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশিদের শনাক্ত করতে হজ মিশনের একটি প্রতিনিধিদল নিয়মিতভাবে স্থানীয় হাসপাতাল এবং মর্গ পরিদর্শন করছেন।
এদিকে, অন্যান্য বছরের মতো এবার হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ১২৯ বাংলাদেশি। নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিদের মক্কা, মদিনা এবং জেদ্দার বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়। এবারও তাই হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj