নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি ঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আইজিপি কাপ যুব কাবাডি টুর্নামেন্ট ২০১৫ ২য় সেমিফাইনাল খেলা জাকজমক পূণভাবে গতকাল সোমবার বেলা ৩টায় নবীগঞ্জ থানা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। খেলা চলাকালে দর্শকদের উপচেপড়া ভিড় ছিলো লক্ষনীয়। উক্ত খেলায় হবিগঞ্জ সদর থানা একাদশ বনাম নবীগঞ্জ থানা একাদশ অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে হবিগঞ্জ সদর থানা একাদশ ২৪-২০ পয়েন্টে নবীগঞ্জ থানা একাদশকে হারিয়ে বিজয়ী হয়ে আগামী ৩১ অক্টোবর লাখাই থানা সদরে অনুষ্টিত ফাইনাল খেলায় অংশ নেয়ার সুযোগ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। প্রতিদন্ধি নবীগঞ্জ থানা একাদশ পেয়েছে ২০ পেয়েছে। খেলা শেষে এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া ও শিক্ষক আব্দুল মজিদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোঃ সাজিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এডঃ সুলতান মাহমুদ ও কোষাধ্যাক্ষ শাহ ফখরুজ্জামান। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রাইমারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা পুলিশিং কমিটির সদস্য সচিব শামীম আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, যুবলীগ নেতা জাকির হোসেন, শিক্ষক সমিতির নেতা শামিম আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাজহারুল ইসলাম অপু প্রমুখ। অনুষ্টানে প্রধান অতিথি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, গ্রাম বাংলার ঐতিহ্য বাহি কাবাডি খেলা কালের আর্বতে বিলুপ্তি হতে বসেছে। পুলিশের আইজিপি’র উদ্যোগে আন্তঃ উপজেলা ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পূনর্জ্জীবিত করে তোলায় আইজিপি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। পরে টুর্নামেন্টে অংশ গ্রহনকারী খেলোয়াড়দের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj