জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় ২৩ টি চা বাগান রয়েছে। আর এসব চা বাগানের শ্রমিকরা ৮০ টাকা মুজুরীর বিনিময়ে কাজ করছে। এ দিয়ে তাদের সংসার না চলায় পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। অনেকেই কাজের ফাঁকে ছোট-খাটো ব্যবসা করছে।
সরেজমিনে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে গিয়ে দেখা যায় এক মহিলা তার এক শিশু বাচ্চাকে নিয়ে চা’য়ের স্টল খোলে চা বিক্রি করছে।
এসময় এ প্রতিনিধি তাকে প্রশ্ন করলে সে জানায়, সে ওই বাগানের সবুজ কর্মকারের স্ত্রী বাতাসী কর্মকার (২৫)।
সে আরো জানায় তার ৪টি সন্তান রয়েছে। স্বামী অসুস্থ। ৮০ টাকা দিয়ে তার সংসার চলেনা। তাই কাজের ফাঁকে চা বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করছে। আবার চা ও প্রতিকাপ ৩ থেকে ৪টাকা। এতেও লাভ তেমন একটা হয় না।
বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, শ্রমিকদের নিয়ে তিনি ধরে মুজুরী ভাড়ানোর আন্দোলন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এর কোন প্রতিকার করছে না। এ আন্দোলন তারা অব্যাহত রাখবেন। বাতাসীর মতো এমন অনেক পরিবারই রয়েছে ৮০ টাকা দিয়ে যাদের সংসার চলছে না।